MS Dhoni: বাস চালাচ্ছেন ধোনি, কারণ জানলে চমকে উঠবেন!
IPL News: একটি প্রচারমূলক ভিডিয়োতে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নতুন অবতারে দেখা যাচ্ছে।
চেন্নাই: আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল (IPL)। এবার এই টুর্নামেন্ট চলবে ২৯ মে পর্যন্ত। লিগের ১৫তম আসরে ১০টি দলকে খেলতে দেখা যাবে। সব দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে টুর্নামেন্টের নতুন নিয়ম মেনে ম্যাচ খেলবে। একটি দল একটি গ্রুপের দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। এভাবে প্রতিটি দল গ্রুপ লিগে ১৪টি করে ম্যাচ খেলবে। লিগ শুরু হতে হাতে সময় আর বেশি নেই, তাই এখন থেকেই প্রচারে নেমে পড়েছে সম্প্রচারকারী চ্যানেল।
এরকই একটি প্রচারমূলক ভিডিয়োতে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নতুন অবতারে দেখা যাচ্ছে। প্রোমো ভিডিয়োতে ধোনিকে একজন ড্রাইভারের ভূমিকায় দেখা যাচ্ছে। এই প্রোমোটি স্টার স্পোর্টস নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা আছে- সঙ্গে থাকুন। ৫ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যায় ধোনি চশমা পরে আছেন।
কয়েকদিন আগেই ধোনির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল খিলাড়ির। মায়ানগরীর বুকে সাজানো গোছানো সেট। হালকা শ্যাওলা রঙের পোশাক, চোখে চশমা পরে শ্যুটিংয়ে ব্যস্ত বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার (Akshay Kumar)। এই দৃশ্য তেমন চমকে দেওয়ার মতো ছিল না। কিন্তু চমক রয়েছে অক্ষয় কুমারের সঙ্গীর নামে। তাঁর পরিচয় রুপোলি পর্দা নয়, বাইশ গজ! তিনি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)! ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর হরভজন সিংহ, বীরেন্দ্র সহবাগের মতো কি সিনেমায় কাজ করতে চলেছেন 'ক্যাপ্টেন কুল'?
দুই তারকার ঘনিষ্ঠ মহল সূত্রে মিলল আসল খবর। মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটি রোডে চলছিল একটি সংস্থার বিজ্ঞাপনের শ্যুটিংয়ে। আর সেখানেই এক ফ্রেমে ধরা দিলেন অক্ষয় ও ধোনি। শ্যুটিংয়ের ফাঁকে নিজেদের মধ্যে গল্পে মজলেন দুই তারকা। রুপোলি পর্দার মানুষ হলেও অক্ষয় 'খিলাড়ি'। খেলাধূলোয় তাঁর অসীম আগ্রহ। সব মিলিয়ে কাজের দিনের সকালে খোশমেজাজে ছিলেন দুই তারকা।