IPL 2022: প্রস্তুতিতে আগুনে বোলিং, নেটে স্টাম্প ভাঙলেন টি নটরাজন
IPL 2022: এরপর অস্ত্রোপচার করার পরে ফিরে এসেও জাতীয় দলে সুযোগ আসেনি। কিন্তু বাঁহাতি তরুণ পেসার টি নটরাজন (t natarajan) নিজের স্বল্প সুযোগেই জাতীয় দলে পারফরম্যান্সের নজর কেড়েছেন।
মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে তিনি। মাঝে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। এরপর অস্ত্রোপচার করার পরে ফিরে এসেও জাতীয় দলে সুযোগ আসেনি। কিন্তু বাঁহাতি তরুণ পেসার টি নটরাজন নিজের স্বল্প সুযোগেই জাতীয় দলে পারফরম্যান্সের নজর কেড়েছেন। আসন্ন আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ফের জাতীয় দলে ঢোকার দরজা খুলতে চান নটরাজন। প্রস্তুতিতেও সেই ছাপই নজরে পড়ল। সানরাইজার্স হায়দরাবাদের অনুশীলনে নেটে স্টাম্প ভাঙলেন এই তরুণ পেসার।
২০২০ সাল থেকে সানরাইজার্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছে টি-নটরাজনকে। দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এবার নিলামের আগে ছেড়ে দিয়েছিল তাঁকে সানরাইজার্স। কিন্তু ফের নিলাম থেকে নটরাজনকে ৪ কোটি টাকা দিয়ে দলে নিয়ে নিয়েছে কেন উইলিয়ামসনের দল। তাঁর প্রতি ফ্র্যাঞ্চাইজি যে আস্থা রেখে ভুল করেনি, তার প্রমাণ মিলছে প্রস্তুতিতেই। নেটে নটরাজনের বোলিংয়ের সামনে বেশ কয়েকবার অস্বস্তিতে পড়লেন দলের ব্যাটাররা। ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সানরাইজার্স দলের তরফে সেই ভিডিও পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে।
View this post on Instagram
সানরাইজার্স হায়দরাবাদ তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে। ১৪ কোটি টাকায় দলে থেকে গিয়েছেন কেন উইলিয়ামসন। তাঁকেই অধিনায়কও ঘোষণা করা হয়েছে। আবদুল সামাদকে ধরে রেখেছে ৪ কোটি টাকার বিনিময়ে। উমরান মালিকও অরেঞ্জ আর্মিতে থেকে গিয়েছেন ৪ কোটি টাকায়। নিলামের জন্য এই দলের হাতে রয়েছে ৬৮ কোটি টাকা। নিজেদের সোশ্য়াল মিডিয়ায় নতুন জার্সির ছবি পোস্ট করেছে সানরাইজার্স। নটরাজনের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “ও যখন গোড়ালি লক্ষ্য করে বল করে না, তখন ও উইকেট ভেঙে দেয়।''
আইপিলে ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু সেই দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারই আর দলের সঙ্গে নেই। আসন্ন মরসুমে কেন উইলিয়ামসনের নেতৃত্বে আইপিএলে খেলতে নামবে অরেঞ্জ আর্মি। সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রথম ম্যাচে খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আগামী ২৯ তারিখ পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে ২ দল।