MS Dhoni: 'কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছি', চেন্নাইয়ের জার্সিতেও ধোনি অবসর জল্পনা শুরু
IPL 2023: গতকালের ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে ৭ উইকেটে হারিয়ে দেয় সিএসকে। এই নিয়েশেষ চার ম্যাচে টানা ৪টি জয় ছিনিয়ে নিল হলুদ ব্রিগেড।
হায়দরাবাদ: তবে কি সেই দিনটা খুব কাছেই চলে এল? তিনি কি এবার সত্যি সত্যিই ২২ গজকে চিরতরে বিদায় জানাচ্ছেন? গতকাল সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই ম্যাচের পর সেই জল্পনাই উসকে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে ৭ উইকেটে হারিয়ে দেয় সিএসকে। এরপরই পুরস্কার বিতরণী মঞ্চে এসে ক্যাপ্টেন কুল জানান, ''আমার কেরিয়ারের শেষ পর্ব, তাই এটি গুরুত্বপূর্ণ যে আমি যতটা সম্ভব উপভোগ করতে পারি। এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে খেলা সবসময়ই বিশেষ। এখানকার মানুষ অনেক স্নেহ ও ভালোবাসা দিয়েছেন। এখানকার মানুষ আমার কথা শোনার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকেন।''
তিনি আরও যোগ করে বলেন, ''আইপিএলে দুই বছর পর ভক্তরা আবার এখানে এসে দেখার সুযোগ পেয়েছেন। এটি একটি সম্পূর্ণ ঘর এবং নতুন স্ট্যান্ডগুলি ভালো। তাই, এখানে এসে ভাল লাগছে। আমরা চেন্নাইয়ে খুব একটা খেলিনি, যেমনটা আমি মরসুমের শুরুতে বলেছিলাম। ব্যাট করার পর্যাপ্ত সুযোগ না পেলেও কোনো অভিযোগ নেই। ছেলেরা অসাধারণ কাজ করছে।''
View this post on Instagram
ধোনির যুগ্মরেকর্ড
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে অতীতের স্মৃতি উস্কে দিয়ে ফের একবার দস্তানাহাতে ক্ষিপ্র ধোনির সাক্ষী থাকল গোটা ক্রিকেটবিশ্ব। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ধোনি একটি ক্যাচ ধরেন, একটি রান আউট করেন এবং একটি স্টাম্পিংও করেন। এর ফলেই প্রথম কিপার হিসাবে আইপিএলে দু'শোটি উইকেট নেওয়ার (ক্যাচ, স্টাম্প, রান আউট মিলিয়ে) কৃতিত্ব নিজের নামে করেন ধোনি। এই বিষয়ে ধোনির ধারেকাছেও কেউ নেই। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক যিনি ১৮৭ সাফল্য পেয়েছেন। তৃতীয় স্থানে এবি ডিভিলিয়ার্স, তাঁর দখলে ১৪০টি সাফল্য রয়েছে।
তবে শুধু প্রথম কিপার হিসাবে দুইশোটি আইপিএল সাফল্য পাওয়াই নয়, এই ম্যাচে এইডেন মারক্রামের ক্যাচ ধরে আরও একটি অনন্য রেকর্ড নিজের নামে করেন মাহি। কুইন্টন ডিককে পিছনে ফেলে তিনিই বর্তমানে টি-টোয়েন্টিতে সর্বাধিক ক্যাচ ধরা কিপার হয়ে গেলেন। ডিকক এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০৭টি ক্যাচ ধরেছেন। তাঁকে পিছনে ফেলে ধোনি ২০৮টি ক্যাচ ধরে ফেললেন। ধোনির এই জোড়া রেকর্ড গড়ার দিনে সিএসকেও দুরন্ত জয় পেল।