এক্সপ্লোর
টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার ৫ উইকেট: জাহিরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে ইশান্ত
এই নিয়ে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে ৯বার পাঁচ উইকেট নিলেন ইশান্ত।

ছবি সৌজন্যে ট্যুইটার
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দল কোণঠাসা হয়ে পড়লেও, আজ ম্যাচের তৃতীয় দিন ব্যক্তিগত একটি নজির গড়লেন ইশান্ত শর্মা। এই নিয়ে টেস্টে ১১বার পাঁচ উইকেট নিলেন ভারতের এই পেসার। তিনি ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় জাহির খানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন। জাহির ৯২টি টেস্ট ম্যাচ খেলে ১১বার পাঁচ উইকেট নিয়েছিলেন। সেখানে ইশান্ত আজ ৯৭-তম টেস্টে এই নজির গড়লেন। তাঁদের সামনে শুধু কিংবদন্তী কপিল দেব। ১৩১টি টেস্ট ম্যাচ খেলে ২৩বার পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে কপিলের। ভারতের অন্য কোনও বোলার তাঁর ধারেকাছেও নেই। গতকাল টম ল্যাথাম, টম ব্লান্ডেল ও রস টেলরের উইকেট নিয়েছিলেন ইশান্ত। আজ তিনি ফেরান টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে। এই নিয়ে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে ৯বার পাঁচ উইকেট নিলেন ইশান্ত। ভাগবত চন্দ্রশেখর ও জাহির বিদেশে টেস্ট ম্যাচে আটবার করে পাঁচ উইকেট নিয়েছিলেন। এক্ষেত্রে তাঁদের টপকে গেলেন ইশান্ত। এখন তাঁর সামনে শুধু কপিল (১২বার পাঁচ উইকেট) ও অনিল কুম্বলে (১০বার পাঁচ উইকেট)। তাঁদের টপকে যাওয়ার সুযোগ রয়েছে ইশান্তের সামনে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















