ISL 2021 Update: ব্যর্থতার দায় কারও ঘাড়ে চাপাতে চান না ফাওলার
শেষ ম্যাচের আগে ব্যর্থ মরসুম নিয়ে তীক্ষ্ণ প্রশ্নবাণ সামলাতে হল লাল-হলুদ শিবিরের কোচ ফাওলারকে ৷ আর ইস্টবেঙ্গলের হেডস্যার জানিয়ে দিলেন, ব্যর্থতার দায় কারও ওপর চাপাতে চান না তিনি ৷
কলকাতা: ট্রফির স্বপ্ন শেষ ৷ ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবলের নবম স্থানে এসসি ইস্টবেঙ্গল ৷ শনিবার নিয়ম রক্ষার ম্যাচে রবি ফাওলারের দলের প্রতিপক্ষ ওড়িশা এফসি। পয়েন্ট তালিকায় যারা ইস্টবেঙ্গলেরও নীচে। ১৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১১ দলের আইএসএলে পয়েন্ট টেবিলের তলানিতে ওড়িশা এফসি। শেষ ম্যাচের আগে ব্যর্থ মরসুম নিয়ে তীক্ষ্ণ প্রশ্নবাণ সামলাতে হল লাল-হলুদ শিবিরের কোচ ফাওলারকে ৷ আর ইস্টবেঙ্গলের হেডস্যার জানিয়ে দিলেন, ব্যর্থতার দায় কারও ওপর চাপাতে চান না তিনি ৷
শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফাওলার বলেন, "আমরা সঠিক দিকেই এগোচ্ছি ৷ খেলায় অনেক উন্নতি হয়েছে ৷ জানি আমাদের কী করতে হবে ৷ তবে ব্যর্থতার দায় কারও ওপর চাপাতে চাই না ৷ কারও একার দোষে এই ফলাফল হয়নি ৷ অনেক ম্যাচ হেরেছি ৷ তবে একপেশে খেলা হয়নি ৷ লড়াই হয়েছে ৷ তবে ব্যর্থতা মেনে নিতে হবে ৷ সামনে এগোতে হবে ৷"
ওড়িশা এফসির বিরুদ্ধে জিতলেও পয়েন্ট টেবলে উঠে আসার বিশেষ সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের। কারণ পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে চেন্নাইয়িন এফসি। ২০ ম্যাচে চেন্নাইয়িন এফসির পয়েন্ট ২০। এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চেন্নাইয়িনের গোল পার্থক্য অনেকটাই। পয়েন্ট টেবিলে এক ধাপ উঠে আট নম্বরে শেষ করতে হলে ফাওলারের দলকে চার বা চারের বেশি গোলের ব্যবধানে হারাতে হবে ওড়িশা এফসি-কে।
স্টিভেন ডায়াসের ওড়িশার অবস্থাও সুবিধার নয়। শেষ ম্যাচে মুম্বই সিটির বিরুদ্ধে ৬ গোল খেয়েছেন বিনীথ রাই, দিয়েগো মরিসিওরা। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দুই দলের নিয়ম-রক্ষার শেষ ম্যাচ নিয়ে তাই আগ্রহ নেই অনেকের। ফাওলার অবশ্য গুরুত্ব দিচ্ছেন এই ম্যাচকেও ৷ বলছেন, "ফুটবলাররা পেশাদার ৷ নিয়মরক্ষার ম্যাচ হলেও মাঠে সকলে নিজেদের সেরাটা দেবে ৷ দলে অনেকের চোট আঘাত রয়েছে ৷ তবে সেরা দল নিয়েই নামব ৷"
নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কার্ড সমস্যায় খেলেননি মাঘোমা, ড্যানি ফক্সরা। অজানা কারণে দলে ছিলেন না পিলকিংটন। চোট থাকায় নামেননি নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে। ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএল শেষের ম্যাচে ফাওলারের দল জিতে মাঠ ছাড়তে পারেন কি না, সেটাই দেখার|