ISL 2021: শেষ মুহূর্তে গোল হজম, সেমিফাইনালে আটকে গেল মোহনবাগান
নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আটকে গেল এটিকে মোহনবাগান
কলকাতা: নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আটকে গেল এটিকে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রথম লেগের সেমিফাইনালে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেছিল এটিকে মোহনবাগান। তবে ইনজুরি টাইমে গোল খেয়ে বসায় একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় সবুজ-মেরুন শিবিরকে।
ডেভিড উইলিয়ামসের প্রথমার্ধের গোলে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমের একেবারে শেষ লগ্নে ইদ্রিসা সাইলার গোলে স্বপ্নভঙ্গ হয় বাগানের। শেষ পর্যন্ত ১-১ গোলে প্রথম লেগের সেমিফাইনাল ড্র করে গতবারের চ্যাম্পিয়নরা।
শনিবার চোটের জন্য সন্দেশ ঝিংগান মাঠে নামতে পারেনি। তবে তাঁর অভাব খেলায় খুব একটা টের পেতে দেননি এটিকে মোহনবাগানের বাকি ফুটবলাররা। সচরাচর প্রথমার্ধে সতর্ক ফুটবল খেলে থাকে এটিকে। শনিবারও তার অন্যথা হয়নি। বাড়তি আগ্রাসী না হলেও সুযোগ মতো প্রথমার্ধেই নর্থ-ইস্টের জালে বল জড়িয়ে দেয় মোহনবাগান। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় রয় কৃষ্ণর পাস থেকে গোল করেন ডেভিড উইলিয়ামস। প্রথমার্ধের খেলা শেষ হয় এটিকে মোহনবাগান ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায়।
বিরতির পর খালিদ জামিলের নর্থ-ইস্টকে তুলনায় আগ্রাসী দেখাতে শুরু করে। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত মোহনবাগান দূর্গ রক্ষার চেষ্টা করে যায়। শেষমেশ ইনজুরি টাইমে গোল হজম করতে হয় গতবারের চ্যাম্পিয়নদের। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে ইদ্রিসা ম্যাচের সমতা সূচক গোল করেন নর্থ-ইস্টের হয়ে।
মাথা গরম করে রেফারিদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার জেরে শনিবার বেঞ্চে বসেই হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের সহকারী কোচ সঞ্জয় সেন।
পুরো ম্যাচে দাপট দেখালেও শেষ মুহূর্তে রক্ষণের ভুলে গোল হজম করে এটিকে মোহনবাগান। গোল করে সমতা ফেরান ইদ্রিসা। ফলে আগামী ৯ মার্চ পর্যন্ত আইএসএলে নর্থ-ইস্ট টিকে রইল। সেমিফাইনালের আগে চলতি টুর্নামেন্টের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। এক বার জিতেছিল এটিকে মোহনবাগান। এক বার জিতেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। তারই নিরিখে দুই দলের মধ্যে যতটা তুল্যমূল্য লড়াই আশা করেছিলেন ফুটবল প্রেমীরা, তার চেয়েও হাড্ডাহাড্ডি হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যদিও শেষ মুহূর্তের গোলে একরাশ উদ্বেগ নিয়ে সেমিফাইনালের পরের লেগের ম্যাচের অপেক্ষায় থাকতে হবে সবুজ-মেরুন শিবিরকে।