East Bengal FC: যুবভারতীতে লাল-হলুদ ঝড়, নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৫ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল
ISL: আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল এফসি (EBFC vs NEUFC)।
কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজ়াউম। তটস্থ দক্ষিণ ভারত। সোমবার পূর্ব ভারতেও ঝড় উঠল। তবে ফুটবল মাঠে। যুবভারতী স্টেডিয়ামে লাল-হলুদ ঝড়। আইএসএলে (ISL) নর্থ ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল এফসি (EBFC vs NEUFC)।
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সাম্প্রতিক রেকর্ড ঈর্ষণীয় ছিল না। শেষ ৫টি ম্যাচের মধ্যে মোটে ১টি জয় পেয়েছে ইস্টবেঙ্গল। যেখানে নর্থ ইস্ট জিতেছে ২টি ম্যাচ। ২টি ম্যাচ ড্র হয়েছিল। তবে সোমবার যেন সমস্ত হিসেব নিকেশ উল্টে দেওয়ার পণ নিয়ে মাঠে নেমেছিলেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা।
চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা ভাল হয়নি। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে ছিল লাল-হলুদ বাহিনি। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে ছিল নর্থ ইস্ট ইউনাইটেড।
সোমবার শুরুতেই ধাক্কা দিতে চেয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড। কিক অফের ৬ মিনিটের মধ্যে জোড়া ফ্রি কিক পেয়েছিল তারা। কিন্তু দুবারই গোলমুখ খুলতে ব্যর্থ হয়। এরপরই ইস্টবেঙ্গলের প্রত্যাঘাত। ১৪ মিনিটের মাথায় বোরহা হেরেরার গোলে ১-০ লিড নেয় ইস্টবেঙ্গল। বিষ্ণুর বাড়িয়ে দেওয়া বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে হেরেরা বল জড়িয়ে দেন নর্থ-ইস্টের জালে।
২৪ মিনিটের মাথায় ক্লেটন সিলভার গোলে ২-০ লিড নেয় ইস্টবেঙ্গল। বাঁ দিক থেকে মান্দারের ভাসানো বল হেডে নর্থ-ইস্টের জালে জড়িয়ে দেন সিলভা। বিরতিতে ইস্টবেঙ্গল এগিয়েছিল ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরই বিষ্ণুর পরিবর্ত হিসেবে মাঠে নামেন নন্দকুমার। ৬২ মিনিটের মাথায় নর্থ-ইস্টের জালে বল জড়ান সুপার সাব নন্দকুমারই। ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মহেশের ক্রস থেকে বল ধরে ডান পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন নন্দ।
৬৬ মিনিটের মাথায় ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ক্লেটন সিলভা। পোস্টের ঠিক সামনে নন্দর ক্রস থেকে বল ধরে গোল করেন তিনি। ইস্টবেঙ্গল ৪-০ গোলে এগিয়ে যায়।
৮১ মিনিটের মাথায় ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নন্দকুমার। ইস্টবেঙ্গল ৫-০ গোলে এগিয়ে যায়। নন্দকে গোলের পাস বাড়িয়ে দেন মহেশ। ম্যাচের সংযুক্ত সময়ে একটি পেনাল্টি পেলেও গোল করতে পারেনি নর্থ-ইস্ট ইউনাইটেড। নেস্টরের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচের সেরাও হয়েছেন নন্দকুমার।
চলতি আইএসএল মরশুমে নিজেদের প্রথম ৬ ম্যাচে মাত্র ১টি ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল। তবে সোমবারের পরে তারা ৭ ম্যাচে ২টি জয়-সহ ৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের সাত নম্বরে উঠে এল।
আরও পড়ুন: ABP Exclusive: ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাতিল বিমান-ট্রেন, বিজয়ওয়াড়ায় উদ্বেগে বাংলার টিটি খেলোয়াড়েরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।