(Source: ECI/ABP News/ABP Majha)
ATK Mohun Bagan vs Hyderabad FC: খেলার ১২ সেকেন্ডেই গোল উইলিয়ামসের, ভাল খেলেও হায়দরাবাদের বিরুদ্ধে ড্র প্রীতমদের
ATK Mohun Bagan vs Hyderabad FC: বুধবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে পয়েন্ট টেবিলে এক নম্বরে ওঠার লড়াই ছিল। শুরুটা দারুণ হয়েছিল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)।
গোয়া: নতুন কোচ আসার পরই ছন্দে ফিরেছে গোটা দলটাই। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল। কিন্তু অল্পের জিন্য সেই সুযোগ মিস করতে হল এটিকে মোহনবাগানকে। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-২ ব্যবধানে ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল।
বুধবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে পয়েন্ট টেবিলে এক নম্বরে ওঠার লড়াই ছিল। শুরুটা দারুণ হয়েছিল এটিকে মোহনবাগানের। ১২ সেকেন্ডে ঐতিহাসিক গোল দিয়ে দলকে এগিয়ে দেন এটিকে মোহনবাগানের তারকা ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস। ১৮ মিনিটের মাথায় বিপক্ষের গোলকিপার অমরিন্দরের ভুলকে কাজে লাগিয়ে সমতা আনেন হায়দরাবাদের নাইজেরিয়ান ফরোয়ার্ড বার্থোলোমিউ ওগবেচে।
৬৪ মিনিটে আশিস রাইয়ের নিজ গোলে ফের ব্যবধান তৈরি করে সবুজ-মেরুন বাহিনী এবং স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে সিভেরিওর দুর্দান্ত গোল এটিকে মোহনবাগানের টেবল টপার হওয়ার স্বপ্ন চুরমার করে দেয়। প্রথমার্ধের শেষে বিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে প্রবল সংঘর্ষে গুরুতর আহত হন কলকাতার দলের মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ। তাঁকে অ্যাম্বুল্যান্সে তুলে সোজা হাসপাতালে পাঠানো হয়।
ম্যাচের ৬৪ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেয় এটিকে। বক্সের ডানদিকে ঢুকে ডেভিড ক্রস দেন কাউকোর উদ্দেশ্যে। উড়ন্ত বলে হেড করে কাউকো বলের গতিপথ বদলে দেন গোলের দিকে, যা আশিস রাইয়ের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ম্যাচের একদম শেষ মুহূর্তে হেডে হায়দরাদকে ম্যাচে সমতা ফেরান পরিবর্ত হিসেবে নামে সিভেরিও।
এই ম্যাচের পর পয়েন্ট ভাগাভাগির পরে লিগ টেবলে এক নম্বরে চলে গেল হায়দরাবাদ এফসি। মুম্বই সিটি এফসি ও তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট করে। ১৫ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সকে সরিয়ে চার থেকে উঠে এল তিন নম্বরে। কেরালা ব্লাস্টার্স ১৪ পয়েন্ট নিয়ে তিন থেকে নেমে গেল চারে।
এটিকে মোহনবাগান দল: অমরিন্দর সিং (গোল), আশুতোষ মেহতা, প্রীতম কোটাল (অধি), তিরি, প্রবীর দাস, দীপক টাঙরি (লেনি রড্রিগেজ), কার্ল ম্যাকহিউ (জনি কাউকো), মনবীর সিং, হুগো বুমৌস, লিস্টন কোলাসো (শুভাশিস বোস), ডেভিড উইলিয়ামস (রয় কৃষ্ণ)। -- তথ্য সংগ্রহ এটিকে মোহনবাগান