ISL News: আইএসএলে কলকাতা ডার্বির দ্বিতীয় লেগ ২৯ জানুয়ারি
ISL News: এদিকে, আনুষ্ঠানিকভাবে এটিকে মোহনবাগানের দায়িত্ব নিলেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। আইএসএলের আগে মালাগার (malaga) মত স্প্যানিশ ক্লাবের যুব দলের কোচিং করিয়েছেন।
গোয়াঃ আগামী ২৯ জানুয়ারি আইএসএলে কলকাতা ডার্বির দ্বিতীয় লেগের ম্যাচ। মঙ্গলবারই এই দিনক্ষণ ঘোষণা করা হল। প্রথম লেগের ডার্বিতে জয় পেয়েছিল এটিকে মোহনবাগান (atk mohun bagan))। এসসি ইস্টবেঙ্গলকে (sc east bengal) ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আইএসএল (isl)-এ টানা তিনটি ডার্বি জিতেছিল তাঁরা। প্রথমার্ধেই তিনটি গোল হয়ে যায়। সেই সময় মনে হচ্ছিল, কলকাতা ডার্বিতে (derby) জয়ের ব্যবধানের সর্বকালীন রেকর্ড ভেঙে যাবে। কিন্তু প্রথমার্ধের বাকি সময়ের পর দ্বিতীয়ার্ধেও আর কোনও গোল হয়নি। ফলে ৩-০ ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হল সবুজ-মেরুন শিবিরকে। সেই ম্যাচে একটি করে গোল করেছিলেন রয় কৃষ্ণ, মনবীর সিংহ ও লিস্টন কোলাসো।
এদিকে, আনুষ্ঠানিকভাবে এটিকে মোহনবাগানের দায়িত্ব নিলেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। আইএসএলের আগে মালাগার (malaga) মত স্প্যানিশ ক্লাবের যুব দলের কোচিং করিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পরই এটিকে মোহনবাগান (atk mohun bagan) কোচ বলেন, ''আমি আমার ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। সমর্থকরা সেরা ফুটবলটা দেখতে পাবে বলেই আশা রাখি। সবাই একসঙ্গে সেলিব্রেট করব। আমি আমার ছেলেদের সঙ্গে কঠিন পরিশ্রম করব। আশা করি দল ঠিক ঘুরে দাঁড়াবে।'' ISL-এ পরপর চার ম্যাচে জয় অধরা এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan)। ব্যার্থতার দায়ভার নিয়ে ইস্তফা কোচ হাবাসের (Antonio López Habas) । হাবাস পদত্যাগপত্র পাঠিয়েছেন এটিকে মোহনবাগান কর্তাদের কাছে। পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে ক্লাবের তরফে। লিগ টেবিলের ৬ নম্বর স্থানে এটিকে মোহনবাগান।
এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলও (SC East Bengal) সেই পথে হেঁটে সরিয়ে দিতে পারে ম্যানুয়েল মানোলো দিয়াজকে (Manolo Díaz)। চলতি আইএসএল-এ (ISL 2021) ৭ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার নীচে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। এখনও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। আর তাই মরসুমের মাঝপথে মানোলো দিয়াজের চাকরি যাওয়া নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা।
বলা যেতেই পারে যে ডার্বির আগে বেশ অস্বস্থিতে ২ শিবিরই।