ISSF Shooting WC Exclusive: শ্যুটিং বিশ্বকাপে আরও সোনা জেতার সুযোগ হাতছাড়া, হতাশ জাতীয় দলের কোচ জয়দীপ
ABP Exclusive: ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগের ফাইনালের যোগ্যতাও অর্জন করেছিলেন মেহুলিরা। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরবেলা ফাইনালে তাঁরা হেরে যান। রুপো নিয়েই তাই সন্তুষ্ট থাকতে হয় মেহুলিদের।
কলকাতা: শ্যুটিং বিশ্বকাপে তিনটি সোনা, চারটি রূপো ও একটি ব্রোঞ্জ-সহ মোট আটটি পদক ঢুকেছে ভারতীয় শিবিরে। কিন্তু তাতেই সন্তুষ্ট হতে পারছেন না জয়দীপ কর্মকার (Joydeep Karmakar)। জাতীয় শ্যুটিং দলের অন্যতম কোচ বলছেন, আরও পদক জেতা উচিত ছিল ভারতীয় শ্যুটারদের। অল্পের জন্য যে সুযোগ হাতছাড়া হয়েছে। তাই সন্তুষ্ট হতে পারছেন না জয়দীপ।
বুধবার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে সোনা জেতেন বাংলার মেহুলি ঘোষ। দক্ষিণ কোরিয়ার (South Korea) চাংওয়ানে বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে বুধবার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে তিনি সোনা জিতেছেন শাহু তুষার মানের সঙ্গে জুটি বেঁধে। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগের ফাইনালের যোগ্যতাও অর্জন করেছিলেন মেহুলিরা। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরবেলা ফাইনালে তাঁরা হেরে যান। রুপো নিয়েই তাই সন্তুষ্ট থাকতে হয় মেহুলিদের।
দক্ষিণ কোরিয়ার চাংওয়ান থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে জয়দীপ বললেন, 'তিনটে রূপো হল। সোনা হতে পারত। মেয়েদের দলগত ইভেন্টে সোনা আশা করেছিলাম। কিন্তু সোনা এল না। এয়ার পিস্তলেও রুপো পেলাম। সোনার পদকের সংখ্যা আরও বাড়তে পারত।' যোগ করলেন, 'এয়ার রাইফেলে টিম ও মিক্সড টিম ইভেন্টে সোনা আশা করেছিলাম। সেটা হল না।'
গত বেশ কয়েকটি বিশ্বকাপে শীর্ষ স্থান দখল করেছিল ভারত। এবার সেই প্রত্যাশা পূরণ হয়নি। 'মেহুলির কাছেও প্রত্যাশা অনেক ছিল। দলগত বিভাগে মেহুলি ভাল খেলেছিল। তবে বাকিরা পারল না। শ্যুটিংয়ে ব্যক্তিগত ইভেন্ট থেকে পদক তো জেতা যায়ই, পাশাপাশি দলগতভাবেও ভাল খেলতে হয়। শাহু গতকাল ব্যক্তিগত ইভেন্টে ভাল করেনি। কিন্তু মিক্সড টিম ইভেন্টে সাপোর্ট করেছে বলে আমরা সোনা জিতেছি,' বলছিলেন জয়দীপ।
ভারতের হাতে পড়ে রয়েছে শুধু ৫০ মিটার ইভেন্ট। জয়দীপের কথায়, 'এই ইভেন্টই আমাদের দুর্বলতা। বরাবরই ৫০ মিটার আমাদের সবচেয়ে দুর্বল দিক। দেখা যাক কতটা লড়াই করতে পারি।'
আরও পড়ুন: অলিম্পিক্সের পরই ছন্দহীন, সিঙ্গাপুরে সিন্ধুর ভাগ্যের চাকা ঘুরবে?