এক্সপ্লোর
Advertisement
প্রথম শ্রেণির ক্রিকেটে কপিল, লালা অমরনাথের সঙ্গে একই সারিতে, তারপরেও জাতীয় দলে নেই জলজ সাক্সেনা
১৪ বছরের কেরিয়ারে ১১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৬,০৪৪ রান করেছেন তিনি। উইকেটের সংখ্যা ৩০৫।
নয়াদিল্লি: প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ নজির গড়া সত্ত্বেও জাতীয় দলের দরজা খুলল না কেরলের অলরাউন্ডার জলজ সাক্সেনার সামনে। তিনিই ভারতের একমাত্র ক্রিকেটার, যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ হাজারেরও বেশি রান এবং ৩০০ উইকেট নেওয়ার পরেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জলজ বলেছেন, ‘আমি ৩০০ উইকেট নেওয়ার কথা জানতাম, তবে এটা জানতাম না যে এই রেকর্ড গড়া সত্ত্বেও জাতীয় দলে সুযোগ পাইনি একমাত্র আমিই। পলি উমরিগড়, লালা অমরনাথ, কপিল দেবদের সঙ্গে একই সারিতে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। জাতীয় দলে আমাকে সুযোগ দেওয়ার বিষয়টি নির্বাচকদের হাতে। সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। আমি শুধু ১০০ শতাংশ দিয়ে যাচ্ছি।’
৩২ বছর বয়সি জলজের জন্ম ইনদওরে। প্রথমে তিনি মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন। পরবর্তীকালে কেরলের হয়ে খেলা শুরু করেন। ১৪ বছরের কেরিয়ারে ১১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৬,০৪৪ রান করেছেন তিনি। উইকেটের সংখ্যা ৩০৫। এই অলরাউন্ডারকে এবারের আইপিএল-এ ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু আইপিএল-এ একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি জলজ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement