এক্সপ্লোর
Advertisement
একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৪-০ হারাল ইংল্যান্ড
লন্ডন: একদিনের সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে ৪-০ সিরিজ জিতল ইংল্যান্ড। ওভালে শেষ ম্যাচে ব্যাট হাতে কামাল করলেন জেসন রয় (৯৬) ও জনি বেয়ারস্টো (অপরাজিত ১৪১)। জো রুট ৪৬ রানে অপরাজিত থাকেন। ফলে বড় রান তাড়া করতে নেমেও সহজ জয় পেল ইংল্যান্ড।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল যেভাবে বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন, তাতে তিনি বড় রান করবেন বলে মনে হচ্ছিল। তবে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা টম কিউরানের বলে দুর্দান্ত ক্যাচ ধরে গেইলকে ফেরান লিয়াম প্লাঙ্কেট। ২৯ বলে পাঁচটি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করে ফিরে যান গেইল। শাই হোপ করেন ৭২ রান।
২৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় পেতে ইংল্যান্ডের কোনও সমস্যাই হয়নি। ওপেনিং জুটিতে যোগ হয় ১৫৬ রান। প্রথম উইকেট জুটিতে যোগ হয় ১৩৮ রান। ওয়েস্ট ইন্ডিজের কোনও বোলারই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের থামাতে পারেননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement