IND vs PAK: টিম রোহিতকে এশিয়া কাপের শুভেচ্ছা জানালেন বুমরা, রায়না
IND vs PAK, Asia Cup 2022: এখনও পর্যন্ত এই ম্যাচের আগে এশিয়া কাপে ২ দল মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৮ বার জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।
মুম্বই: এশিয়া কাপে আজ অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। প্রথম ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলতে নেমেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। চোটের জন্য এই টুর্নামেন্টে জাতীয় দলের জার্সি পড়ে মাঠে নামবেন না যশপ্রীত বুমরা। তিনি ছিটকে গিয়েছিলেন আগেই। তবে দলের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন তারকা এই পেসার।
শুভেচ্ছাবার্তায় কী বললেন বুমরা?
Sending my best wishes #TeamIndia’s way! Looking forward to an exciting tournament of cricket 🇮🇳
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) August 28, 2022
পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত এই ম্যাচের আগে এশিয়া কাপে ২ দল মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৮ বার জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ৫ বার জয় পেয়েছে পাকিস্তান।
ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন সুরেশ রায়না
দুবাইয়ে খেলা দেখতে উপস্থিত রয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না। তিনিও ট্যুইটে শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ''এশিয়া কাপের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় দলকে। আমাদের এমন একটা দল রয়েছে, যে দলের প্রত্যেকের জয়ের মানসিকতা রয়েছে। প্রত্যেকে জানে কীভাবে ম্যাচ জিততে হয়। আমাদের ওপর বিশ্বাস রাখুন।''
My best wishes to #TeamIndia 🇮🇳. We have a team where every player has the mindset to win the match. Believe in yourself ✊#TeamIndia #BelieveInBlue #AsiaCup2022 #INDvsPAK
— Suresh Raina🇮🇳 (@ImRaina) August 28, 2022
কোভিড মুক্ত দ্রাবিড়
কোভিড থেকে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন। কয়েকদিন আগে কোভিড আক্রান্ত হন দ্রাবিড়। বেঙ্গালুরুর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড ভেবেছিল সম্পূর্ণ সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে দ্রাবিড়ের কিছুটা সময় লাগবে। তাই অন্তর্বর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নাম ঘোষণা করা হয়। সেই মত ভারতীয় দলের সঙ্গেই ছিলেন তিনি। তবে এবার কোভিড নেগেটিভ হয়ে দ্রাবিড় দলে যোগ দিতেই অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ বেঙ্গালুরুতে ফিরে এসেছেন।