ICC Test Rankings: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এগোলেন বুমরা, নয়ে নামলেন কোহলি
ICC Test Rankings: তবে ব্যাটারদের তালিকায় পিছিয়ে গিয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি (virat kohli)। তিনি এখন ৯ নম্বরে রয়েছেন। তালিকায় উন্নতি করেছেন কে এল রাহুল (k l rahul)
দুবাই: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি করলেন জশপ্রীত বুমরা (jasprit bumrah)। বোলারদের তালিকায় ৩ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এলেন। অন্যদিকে মহম্মদ শামিও ২ ধাপ এগিয়ে ১৭ নম্বর পজিশনে উঠে এসেছেন। তবে ব্যাটারদের তালিকায় পিছিয়ে গিয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি (virat kohli)। তিনি এখন ৯ নম্বরে রয়েছেন। তালিকায় উন্নতি করেছেন জোহানেসবার্গ টেস্টে অধিনায়কত্ব করা কে এল রাহুল (kl rahul)। সেঞ্চুরিয়ন টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। যার পুরষ্কার স্বরূপ ১৮ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩১ নম্বরে উঠে এসেছেন। এছাড়াও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও অর্ধশতরান করেছিলেন।
সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন রাহুল। একইসঙ্গে ময়ঙ্ক অগ্রবালের সঙ্গে জুটি বেঁধে ১১৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন। সেই ম্যাচে ১১৩ রানে জিতে এশিয়ার প্রথম দল হিসেবে সেঞ্চুরিয়নে টেস্ট জয়ের নজির গড়েছিল টিম ইন্ডিয়া। রাহুলের শতরানের ভারতের জয়ের ভিত মজবুত হয়েছিল। তবে ক্রমতালিকায় নেমে গিয়েছেন বিরাট কোহলি। এই মুহূর্তে ৯ নম্বর পজিশনে রয়েছেন তিনি ব্যাটারদের তালিকায়। ৫ নম্বরে রয়েছেন রোহিত শর্মা।
ময়ঙ্ক অগ্রবালও তালিকায় এগিয়েছেন এক ধাপ। অজিঙ্ক রাহানে ২ ধাপ এগিয়ে ২৫ নম্বর স্থানে রয়েছেন এখন। বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৬ নম্বর পজিশনে রয়েছেন। ব্যাটারদের মধ্যে ডিন এলগার ১৪ নম্বর পজিশনে জায়গা করে নিয়েছেন সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসে লড়াকু ৭৭ রান করার পর। তেম্বা বাভুমাও ১৬ ধাপেগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভাল জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল। প্রথম ইনিংসে ২০২ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২২৯রানে অল আউট হয়ে যায়। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাহানে, পূজারার অর্ধশতরানের ওপর ভর করে ২০০ রানের উপরে লিড নিয়ে নিয়েছেন টিম ইন্ডিয়া।