এক্সপ্লোর
Advertisement
চোট সম্পূর্ণ সারেনি, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত বুমরাহ, খবর সূত্রের
লন্ডন: বার্মিংহাম ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে হেরে এমনিতেই বিপাকে ভারত। পাঁচ টেস্টের এই সিরিজ জয়ের স্বপ্ন শুরুতেই ধাক্কা খেয়েছে। দ্বিতীয় টেস্টে সিরিজে সমতা ফেরাতে মরিয়া বিরাট কোহলির দল। এরইমধ্যে টিম ইন্ডিয়ার জন্য এল খারাপ খবর। দ্বিতীয় টেস্টের আগে দলের নির্ভরযোগ্য পেসার যশপ্রিত বুমরার চোট কাটিয়ে সেরে ওঠার সম্ভবনা ক্ষীণ বলেই জানা গেছে।
পেস বোলিং বিভাগে ফাঁকফোকর ঢাকতে দ্বিতীয় টেস্টের দলে বুমরাহকে পাওয়া যাবে বলেই আশা করছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু জানা গেছে, বুমরার বুড়ো আঙুলের চোট সারতে আরও কিছুটা সময় লাগবে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন বুমরাহ। ইংল্যান্ডেই আঙুলের অস্ত্রোপচার করা হয়। দ্বিতীয় টেস্টের দল বাছাইয়ের সময় তাঁকে পাওয়া যাবে জানিয়ে বুমরাহকে টেস্ট স্কোয়াডে রেখেছিল বিসিসিআই। কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে, তাতে দ্বিতীয় টেস্টের দলেও পাওয়া যাবে না তাঁকে।
এরইমধ্যে আশার কথা হল, নেটে বুমরাহ নিয়মিত বোলিং করছেন। চোট লেগেছে বাঁ হাতের আঙুলে। কাজেই বল করতে তাঁর সমস্যা হচ্ছে না। কিন্তু ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় তা বাধা হয়ে দাঁড়াতে পারে। এটাই দ্বিতীয় টেস্টের দলে তাঁকে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে সূত্রের খবর।
বার্মিহামে প্রথম টেস্টে ভারতের বোলিং বিভাগ তাদের কাজটা খুব ভালো করেছে। কিন্তু উমেশ যাদবের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। লর্ডসের সিমারদের সহায়ক পরিবেশের পরিপ্রেক্ষিতে টিম ইন্ডিয়ার কাছে দ্বিতীয় টেস্টে উমেশের জায়গায় ভালো বিকল্প হতে পারতেন বুমরাহ।
উল্লেখ্য, চোটের জন্য ভূবনেশ্বর কুমারকে প্রথম তিনটি টেস্টের জন্য পাওয়া যাবে না। দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আগামী ৯ আগস্ট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement