Durga Puja 2024: পুজোর মণ্ডপ আস্ত স্টেডিয়াম! বল হাতে তৈরি কিংবদন্তি, চমক দিয়ে পুরস্কার জিতল কলকাতার ক্লাব
৭৫তম বর্ষে ক্রিকেট স্টেডিয়ামের আদলে তৈরি হয়েছে গোটা মণ্ডপ। এবিপি আনন্দ শারদ আনন্দ বিশেষ সম্মান পেয়েছে নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীন।
![Durga Puja 2024: পুজোর মণ্ডপ আস্ত স্টেডিয়াম! বল হাতে তৈরি কিংবদন্তি, চমক দিয়ে পুরস্কার জিতল কলকাতার ক্লাব Jhulan Goswami theme in Kolkata Durga Puja pandal awarded by ABP Ananda Nagerbazar Khudiram Sarbojonin Durga Puja 2024: পুজোর মণ্ডপ আস্ত স্টেডিয়াম! বল হাতে তৈরি কিংবদন্তি, চমক দিয়ে পুরস্কার জিতল কলকাতার ক্লাব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/07/ee295884e33336878596eb9c3006e9ef172830546555050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। মহিলা ক্রিকেটে এমন অনেক শৃঙ্গজয় করেছেন, যে কৃতিত্ব আর কারও নেই।
তিনি ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। জাতীয় দলের প্রবাদপ্রতিম ক্রিকেটার। মহিলাদের ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালকিন। চাকদহ এক্সপ্রেস নামে তাঁকে কুর্নিশ করত গোটা বিশ্ব।
২০৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৫৫টি উইকেট নিয়েছিলেন ঝুলন। যে কৃতিত্ব বিশ্বে আর কারও নেই। এবার দুর্গা পুজোর (Durga Puja 2024) বিষয় ভাবনায় উঠে এলেন সেই ঝুলন গোস্বামী। ঝুলনকে থিম করে তৈরি হয়েছে আস্ত একটি পুজো মণ্ডপ।
দমদমের নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীনের এবারের থিম কিংবদন্তি ক্রিকেটার ঝুলন। মণ্ডপে দুর্গাপ্রতিমার সামনেই রয়েছে ঝুলনের পূর্ণাবয়ব মূর্তি। গায়ে ভারতীয় দলের জার্সি। হাতে বল। যেন এখনই রান আপ ধরে দৌড় শুরু করবেন।
মণ্ডপের ওপরে ঝুলনের ক্রিকেট মাঠের বিভিন্ন কীর্তির ছবির কোলাজ। মূল মণ্ডপের চারপাশে গ্যালারিতে রাখা হয়েছে প্রচুর ক্রিকেটপ্রেমীর কাট আউট। সকলেই যেন মাঠের বাইরে থেকে ঝুলনের জন্য গলা ফাটাচ্ছেন।
আরও পড়ুন: পুজোর শুরুতেই মন খারাপের খবর, অবসর ঘোষণা জিমন্যাস্টিক্সের ছবি পাল্টে দেওয়া বাঙালি কন্যার
৭৫তম বর্ষে ক্রিকেট স্টেডিয়ামের আদলে তৈরি হয়েছে গোটা মণ্ডপ। এবিপি আনন্দ শারদ আনন্দ বিশেষ সম্মান পেয়েছে নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীন।
কেন ঝুলনকে নিয়ে পুজোর থিম করার পরিকল্পনা? ক্ষুদিরাম কলোনি সর্বজনীনের অন্যতম উদ্যোক্তা বলছেন, 'আমরা নারীশক্তি নিয়ে কিছু করতে চেয়েছিলাম। ঝুলন আমাদের রাজ্যের মেয়ে। দেশের গর্ব। বাঙালিদের আইকন। নারীশক্তি নিয়ে কাজ করতে গিয়ে ঝুলনের চেয়ে ভাল আর কিছু মনে হয়নি।'
ঝুলন নিজে কি তাঁর ওপর তৈরি এই পুজো দেখেছেন? ক্লাবের সভাপতি প্রণব দে বলছেন, 'ওঁকে ছবি পাঠিয়েছি। মূর্তি দেখে ভীষণ পছন্দ হয়েছে। পুজোর সময় কলকাতায় থাকলে একদিন আসবেন বলেছেন।' যোগ করেছেন, 'জেলা থেকে উঠে আসা মেয়ে, ঝুলন আমাদের প্রত্যেকের গর্ব, আদর্শ। অনেক কষ্ট করেছেন। এটা বলতে পারেন ওঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ।'
আরও পড়ুন: পুজোর মুখে বড় ধাক্কা খেল মোহনবাগান, বাতিল হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)