Mohun Bagan Super Giant: পুজোর মুখে বড় ধাক্কা খেল মোহনবাগান, বাতিল হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে
AFC Champions League Two: পুজোর মুখে বড় ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাতিল করা হল সবুজ মেরুন ব্রিগেডকে।
![Mohun Bagan Super Giant: পুজোর মুখে বড় ধাক্কা খেল মোহনবাগান, বাতিল হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে Mohun Bagan Super Giant out of AFC Champions League Two for refusing to travel to Iran Mohun Bagan Super Giant: পুজোর মুখে বড় ধাক্কা খেল মোহনবাগান, বাতিল হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/07/50217ccfb6dcd5b7a510855ddef6e5fc172829621374350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পুজোর মুখে বড় ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাতিল করা হল সবুজ মেরুন ব্রিগেডকে। অক্টোবরে ইরানে ম্যাচ খেলতে যেতে অস্বীকার করেছিল মোহনবাগান। সেই কারণেই ছিটকে গেল মোহনবাগান।
২ অক্টোবর তাবরিজে ইরান প্রো লিগের (Iran Pro League) ক্লাব ট্র্যাক্টর এফসি (Tractor FC) বিরুদ্ধে ম্যাচ ছিল মোহনবাগানের। কিন্তু ইরানের যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে সে দেশে খেলতে যেতে চায়নি মোহনবাগান।
একটি বিবৃতিতে এএফসি লিখেছে, 'এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ২০২৪-২৫ মরশুমের নিয়মের আর্টিকল ৫.২ মেনে এশিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করছে যে ভারতের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে নাম প্রত্যাহার করেছে, যেহেতু দল ইরানের তাবরিজে ইরান প্রো লিগের (Iran Pro League) ক্লাব ট্র্যাক্টর এফসি (Tractor FC)-র বিরুদ্ধে খেলতে পৌঁছতে পারেনি।'
আগে মোহনবাগান এএফসি-কে লিখিতভাবে জানিয়েছিল যে, তাদের ফুটবলাররা ইরানে গিয়ে খেলতে চাইছেন না। ম্যাচের সূচি পরিবর্তনের আর্জিও জানিয়েছিল মোহনবাগান। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ করার আবেদন জানানো হয়েছিল। যদিও সবুজ মেরুন শিবিরের সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে।
With 52% votes, Greg Stewart is your @1xBatSporting Player of the Match vs Mohammedan Sporting! 💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/bkNFCPslUT
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 7, 2024
প্রাথমিকভাবে ম্যাচ খেলতে যাওয়ার পরকিকল্পনাই ছিল মোহনবাগানের। বিমানের টিকিট থেকে শুরু করে হোটেল, সবই বুকিং করে রাখা হয়েছিল মোহনবাগান ফুটবলারদের জন্য। কিন্তু প্যালেস্তাইনের সঙ্গে ইজরায়েলের যুদ্ধের মধ্যে যেভাবে ইরান জড়িয়ে গিয়েছে এবং সে দেশে যেরকম অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানে ম্যাচ খেলতে যেতে চাননি মোহনবাগান ফুটবলাররা। সেই ম্যাচে ওয়াকওভার দেওয়া হয় ইরানের ক্লাবকে। এরপরই শাস্তি হিসাবে লিগ থেকেই বাতিল করে দেওয়া হল মোহনবাগানকে।
আরও পড়ুন: দুরন্ত রিফ্লেক্স! পাকিস্তানের বিরুদ্ধে রিচা ঘোষ কি বিশ্বকাপ ইতিহাসের সেরা ক্যাচটি নিলেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)