![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Junior Hockey World Cup: পোল্যান্ডকে গুঁড়িয়ে জুনিয়র হকি বিশ্বকাপের শেষ আটে ভারত
জুনিয়র হকি বিশ্বকাপে (Junior Hockey World Cup) প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দুরন্ত ছন্দে দৌড়চ্ছে ভারত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শনিবার রাতে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করল ভারত।
![Junior Hockey World Cup: পোল্যান্ডকে গুঁড়িয়ে জুনিয়র হকি বিশ্বকাপের শেষ আটে ভারত Junior Hockey World Cup: High-flying India thrash Poland 8-2 to set up quarter-final against Belgium Junior Hockey World Cup: পোল্যান্ডকে গুঁড়িয়ে জুনিয়র হকি বিশ্বকাপের শেষ আটে ভারত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/28/66c0c0e84be0c785c8b969965815cb8b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভুবনেশ্বর: জুনিয়র হকি বিশ্বকাপে (Junior Hockey World Cup) প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দুরন্ত ছন্দে দৌড়চ্ছে ভারত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শনিবার রাতে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। প্রথম ম্যাচে লড়াই করেও ৪-৫ গোলে ফ্রান্সের কাছে হেরে যায় ভারত। পরের ম্যাচেই ভারতীয় দল ১৩-১ গোলে দুরমুশ করে কানাডাকে। এবার পোল্যান্ডকে ৮-২ গোলে পরাজিত করে তারা।
কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি হবে বেলজিয়ামের। গ্রুপ-বি'তে দ্বিতীয় স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে গিয়েছে বেলজিয়াম। গ্রুপ-বি'র অপর ম্যাচে এদিন ফ্রান্স ১১-১ গোলে হারিয়েছে কানাডাকে।
এদিন পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেই ভারত কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করত। তবে সেসব ভুলে শুরু থেকে আক্রমণাত্মক ঢঙে খেলতে শুরু করেন ভারতীয় খেলোয়াড়েরা। ভারতের হয়ে জোড়া গোল করেন সহ-অধিনায়ক সঞ্জয়, সুদীপ চিরমাকো এবং অরিজিৎ সিংহ। উত্তম সিং এবং সারদানন্দ তিওয়ারি একটি করে গোল করেন।
ভুবনেশ্বরে জুনিয়র বিশ্বকাপ হকিতে ফ্রান্সের বিরুদ্ধে ৪-৫ গোলে হেরে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত। দুর্দান্ত হ্যাটট্রিক উপহার দিয়েও দলকে হারের মুখ থেকে রক্ষা করতে পারেননি সঞ্জয়। প্রথম কোয়ার্টার থেকেই লড়াই থেকে ক্রমশ ছিটকে যেতে শুরু করে ভারতীয় দল। ক্লেমঁ তিমোতে এবং মার্কে বেঞ্জামিনের গোলে ভারত পিছিয়ে পড়ে। পাল্টা আক্রমণে পেনাল্টি কর্নারও আদায় করে নিয়েছিল ভারত। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। তার পরেও দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন উত্তম সিংহ। সেই গোলের পরেই ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। পেনাল্টি কর্নার থেকে এ বার ম্যাচে সমতা ফেরান সঞ্জয়।
ফ্রান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পরেই ভারতের খেলা যেন আরও বেশি করে খুলে যায়। শনিবার পোল্যান্ডের গোলরক্ষক মাসিয়েজ উইজোরেক দুরন্ত না খেললে আরও বেশি গোলে হারত তারা। এদিন ভারতের হয়ে প্রথম গোল করেন তাদের সহ-অধিনায়ক সঞ্জয়। এদিন ম্যাচে দুটি গোল করার পরে টুর্নামেন্টে এই মুহূর্তে সঞ্জয়ের গোলসংখ্যা দাড়াল ৮।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)