Jurgen Klopp Message: রেঞ্জার্স ম্যাচের আগেই ভারতের লিভারপুল সমর্থকদের বিশেষ বার্তা দিলেন ক্লপ
Liverpool FC: মরসুমের শুরুটা একেবারেই ভালভাবে করেনি লিভারপুল। প্রিমিয়ার লিগের সাত ম্যাচে মাত্র দুইটি ম্যাচ জিততে পেরেছে রেডসরা।
লিভারপুল: নতুন মরসুমের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি লিভারপুল (Liverpool)। প্রিমিয়ার লিগের সাত ম্যাচে মাত্র দুইটি ম্যাচ জিততে পেরেছে রেডসরা। লিগ তালিকায় বর্তমানে নয় নম্বরে রয়েছে লিভারপুল। তবে ভারতীয় লিভারপুল সমর্থকদের আশাহত না হওয়ারই পরামর্শ দিচ্ছেন লিভারপুলের জার্মান কোচ য়ুরগেন ক্লপ (Jurgen Klopp)।
আশাবাদী ক্লপ
রেঞ্জার্সের বিরুদ্ধে লিভারপুলের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ভারতের লিভারপুল সমর্থকদের উদ্দেশ্যে য়ুরগেন ক্লপ বলেন, 'আমি জানি আমাদের মরসুমের শুরুটা একেবারেই ভাল হয়নি। ভিন্ন ভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। তবে মরসুমে এখনও বেশ খানিকটা সময় বাকি এবং এই বিষয়টি বদলানোর সুযোগও রয়েছে। রেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আমরা সেই বদলের শুরুটা করতে পারি। আমি গোটা বিষয়টিই বুঝতে পারছি। তবে আশাহত হও না ভারত। কারণ আমি নিজেও হাল ছাড়ছি না, আশাহত হচ্ছি না।'
"Don't stop believing, please India. Because I don't stop believing." 💪
— Sony Sports Network (@SonySportsNetwk) October 3, 2022
📹 | In an exclusive interview with #SonySportsNetwork, Jurgen Klopp reflects upon @LFC's season so far and urges The Reds in 🇮🇳 to keep believing in the team ❤️#JurgenKlopp #LFC #UCL #SirfSonyPeDikhega pic.twitter.com/fMtz6WPbrD
এই সপ্তাহেই প্রিমিয়ার লিগে লিভারপুল নিজেদের ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগেও লিভারপুলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। নিজেদের মরসুমের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেই নাপোলির বিরুদ্ধে ৪-১ গোলে পরাজিত হয় লিভারপুল। অবশ্য গত ম্যাচে আয়াক্সকে ২-১ গোলে হারায় লিভারপুল। রেঞ্জার্সের বিরুদ্ধে নিজেদের ম্যাচ জিতে জয়ের সরণীতে ফিরতে নিশ্চয়ই বদ্ধপরিকর হবে য়ুরগেন ক্লপের দল।
জয়ের লক্ষ্যে লিভারপুল
এই ম্যাচে বিশেষ নজর থাকবে দলের রক্ষণের দিকে। ভার্জিল ভ্যান ডাইক, জোয়েল মাটিপরা কেমন খেলেন, তার ওপর কিন্তু ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। পাশাপাশি নজর থাকবে লিভারপুলের তারকা ফরোয়ার্ড মহম্মদ সালাহর দিকেও। আয়াক্সের বিরুদ্ধে গোল পেয়েছিলেন সালাহ। এ মরসুমে লিভারপুলের পাশাপাশি সালাহকেও এখনও নিজের সেরা ফর্মে দেখা যায়নি। তবে যে কোনও মুহূর্তেই কিন্তু ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন সালাহ। তাই তাঁকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: পন্থের জন্মদিনে বিশেষ বার্তা ঊর্বশীর, কী বললেন তিনি?