East Bengal: কাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ইস্টবেঙ্গল? ম্যাচ কবে?
Super Cup: সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিপরীতে জামশেদপুর। আগামী বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে খেলবে দুই দল।
ভুবনেশ্বর: চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে ইস্টবেঙ্গল শিবির। সুপার কাপের (Super Cup) সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। লাল-হলুদ বাহিনি জায়গা করে নিয়েছে শেষ চারে। সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে, তা নির্ধারিত হয়ে গেল শনিবার।
কলিঙ্গ সুপার কাপে শেষ চারের ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে জামশেদপুর এফসি। আগামী বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে খেলবে দুই দল। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠল জামশেদপুর। শনিবার তারা ২-০ গোলে হারিয়ে দিল শিলং লাজং এফসি-কে। শুক্রবার ইস্টবেঙ্গলও অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছিল। ইস্টবেঙ্গল হারিয়েছে হায়দরাবাদ এফসি, শ্রীনিডি ডেকান এবং মোহনবাগানকে। লাল-হলুদ আটটি গোল করেছে। খেয়েছে চারটি।
কলিঙ্গ সুপার কাপে ডার্বিতে শুক্রবার জ্বলল মশাল। মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড। পিছিয়ে থেকেও ম্যাচে জয় ছিনিয়ে নিল কার্লেস কুয়াদ্রাতের দল। প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল করে লাল হলুদের ফুটবলাররা। ম্য়াচে জোড়া গোল করেন ক্লেটন সিলভা। আর এই জয়ের ফলে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল কার্লেস কুয়াদ্রাতের দল।
Memories to cherish for a long time! 📸 (1/2)#KalingaSuperCup #KolkataDerby #JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/WoCvRVHpxC
— East Bengal FC (@eastbengal_fc) January 20, 2024
প্রথমার্ধে ১-১ ছিল খেলার স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। খেলার ৬৩ মিনিটের মাথায় দ্বিতীয গোল ইস্টবেঙ্গলের। এবার গোল পান নন্দকুমার। রবি রানার ভুলের খেসারত দিতে হল সবুজ মেরুনকে। ২-১ গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। খেলার ৮০ মিনিটের মাথায় ক্লেটন সিলভা নিজের দ্বিতীয় ও ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটি করলেন। এর মাঝে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। একটি পেনাল্টিও নষ্ট করে মোহনবাগান। খেলার ৮০ মিনিটের মাথায় মাঠের ডান প্রান্ত থেকে মোহনবাগান বক্সের মধ্যে থাকা হিজাজিকে লক্ষ্য করে ক্রস। আহামরি হেডার নয়। সহজেই বলটা ধরে নেওয়ার কথা ছিল মোহনবাগান গোলকিপারের। কিন্তু বলটা ফস্কে ফেলেন। তার সুযোগসন্ধানীর মতো গোল করে যান ক্লেটন।
আরও পড়ুন: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে