এক্সপ্লোর
আইওএ-র আজীবন সভাপতি হতে অস্বীকার কলমডির
নয়াদিল্লি: দেশজুড়ে সমালোচনার জেরে ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) আজীবন সাম্মানিক সভাপতি পদ গ্রহণ করলেন না ২০১০ কমনওয়েলথ গেমস দুর্নীতিতে অভিযুক্ত সুরেশ কলমডি। তাঁর আইনজীবী হীতেশ জৈন বলেছেন, ‘আমার মক্কেল সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আইওএ গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে তাঁর কিছুই জানা ছিল না। দুর্নীতির অভিযোগমুক্ত না হওয়া পর্যন্ত তিনি কোনও পদ গ্রহণ করবেন না।’
গতকাল চেন্নাইয়ে আইওএ-র বার্ষিক সাধারণ সভায় ২০১০ কমনওয়েলথ গেমসে বিপুল দুর্নীতিতে অভিযুক্ত কলমডি এবং অপর এক প্রাক্তন সভাপতি অভয় চৌতালাকে আজীবন সাম্মানিক সভাপতি নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রীড়ামহল এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে। ক্রীড়া মন্ত্রক আইওএ-কে এই সিদ্ধান্তের কারণ দর্শানোর নির্দেশ দেয়। কলমডি ও চৌতালাকে সরানো না হলে আইওএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। এরপরেই চাপে পড়ে আইওএ থেকে সরতে বাধ্য হলেন কলমডি।
এর আগে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তথা আইওএ-র সহ-সভাপতি নরিন্দর বাত্রাও কলমডিদের আজীবন সভাপতি করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। অভিযোগমুক্ত না হওয়া পর্যন্ত কলমডিদের এই পদ গ্রহণ করা উচিত নয় বলে দাবি করেন বাত্রা।
চৌতালা অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করে ক্রীড়ামন্ত্রীর পাল্টা সমালোচনা করেন। কিন্তু প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনও আইওএ-র এই সিদ্ধান্তের সমালোচনা করেন। এই সমালোচনার চাপেই সরতে বাধ্য হলেন কলমডি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement