(Source: ECI/ABP News/ABP Majha)
Kane Williamson: পাকিস্তানের বিরুদ্ধে পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেলেন উইলিয়ামসন
Kane Williamson Injury: পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান উইলিয়ামসন। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয়। তিনি আর মাঠে থাকার ঝুঁকি নেননি।
অকল্যান্ড: ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড শিবির। প্রথম দুটো ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে কিউয়িরা। তবে সিরিজে এগিয়ে গেলেও চিন্তা বেড়েছে কিউয়ি টিম ম্যানেজমেন্টের। তা হল কেন উইলিয়ামসনের ফের চোট পাওয়া। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়। এবার কিউয়ি দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে উইলিয়ামসন গোটা সিরিজের জন্যই ছিটকে গিয়েছেন।
নিউজিল্য়ান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ''কেন টউরাঙ্গাতে নিজের বাড়িতে ফিরে গিয়েছে। ও স্ক্যান করবে। এরপরই বোঝা যাবে চোট কতটা গুরুতর। আপাতত ওর বদলে দলে যোগ দিয়েছে উইল ইয়ং। উইলিয়ামসনকে বাকি তিন ম্যাচে আর পাওয়া যাবে না। আর ওর স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে ও পরে কবে মাঠে ফিরবে।'' উল্লেখ্য, পাকিস্তান সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্য়ান্ড শিবির।
হ্যামিল্টনে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান উইলিয়ামসন। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয়। তিনি আর মাঠে থাকার ঝুঁকি নেননি। মাঠ ছেড়ে উঠে যান। তাঁর পরিবর্তে নিউজ়িল্যান্ডকে বাকি ম্যাচে নেতৃত্ব দেন টিম সাউদি।
ম্যাচে তখন নিউজ়িল্যান্ডের ব্যাটিং চলছিল। উইলিয়ামসন ব্যাট করছিলেন ১৫ বলে ২৬ রান করে। বেশ ঝোড়ো মেজাজে ছিলেন। তিনটি চার ও একটি বিশাল ছক্কা মেরেছিলেন উইলিয়ামসন। নিউজ়িল্যান্ড ইনিংসের দশম ওভারের ঘটনা। দেখা যায়, মাঠে ফিজিওকে প্রবেশ করতে হচ্ছে। উইলিয়ামসনের হ্যামস্ট্রিংয়ের বেশ কিছুক্ষণ পরিচর্যা চলে। কিন্তু আর ব্যাটিং করতে পারেননি উইলিয়ামসন। তাঁর পরিবর্তে ক্রিজে নামেন ডারিল মিচেল।
নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে পরে জানানো হয় যে, একটি রান নেওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন উইলিয়ামসন। সেই কারণেই তিনি আর ব্যাটিং করতে পারেননি।
গত বছরের আইপিএলে প্রথম ম্যাচেই চোট পেয়ে গোটা প্রতিযোগিতা থেকে ছিটকে যান। ছ’মাস পরে বিশ্বকাপের আগে কোনও মতে সুস্থ হন। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বুড়ো আঙুলে চিড় ধরায় চারটি ম্যাচে খেলতে পারেননি। ফের চোট পেলেন। যা চিন্তায় রাখবে শুভমন গিলদেরও। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন কিউয়ি তারকা। সামনেই আইপিএল, তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ঠিক কবে মাঠে ফিরবেন কেন, তা নিয়ে সংশয় রয়েই গেল।