মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস পরে পাক সুপার লিগে খেলতে নামায় ট্রোলড শেরফানে রাদারফোর্ড
এই প্রথম নয়। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের শার্ট এবং মাস্ক পরে রাদারফোর্ড নেমেছিলেন করাচির বিমানবন্দরে...
ইসলামাবাদ: খেলা তখন জমে উঠেছে। এইসময় দর্শকদের চোখে পড়ল নীল-সোনালি রঙে মোড়া গ্লাভস পরে পাকিস্তানের মাঠে খেলতে নেমে পড়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার শেরফানে রাদারফোর্ড। এর জেরে ট্রোলড হতে হল তাঁকে।
করোনা-কালে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হবে কি হবে না তা নিয়ে বিস্তর টানাপড়েনের ছিল। শেষমেষ খেলা চলছে। ১৪ নভেম্বর করাচি কিংসের মুখোমুখি হয়েছিল মুলতান সুলতান্স।
খেলার পারদ তখন তুঙ্গে। ক্রীড়াপ্রেমীরা চুটিয়ে উপভোগ করছেন খেলার আমেজ। হঠাৎই প্রচারের সব আলো কেড়ে নিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার শেরফানে রাদারফোর্ড। তাও আবার সম্পূর্ণ অন্য কারণে!
ব্যাট ঘোরানোর সময় দর্শকদের চোখে পড়ে মুম্বই ইন্ডিয়ান্সের নীল-সোনালি গ্লাভস পরে পাকিস্তান সুপার লিগে খেলতে নেমে পড়েছেন তিনি। ২২ বছরের এই ক্যারিবিয়ান ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্সের দলে থাকলেও একবারের জন্যও মাঠে নামতে দেখা যায়নি তাঁকে।
সেই তিনি যখন আইপিএলের চিহ্ন নিয়ে মাঠে নেমে পড়েছেন তখন সে সুযোগ হাত ছাড়া করেননি নেটিজেনরা। একাধিক মিম, জোকসে ভরে ওঠে ট্যুইটার। কেউ লেখেন, এ কী ! মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস পরে পাকিস্তান সুপার লিগে খেলতে নেমেছেন রাদারফোর্ড!
কেউ আবার মন্তব্য করেন ওকে এক জোড়া গ্লাভস কিনে দিন না ভাই। কারও কমেন্ট অল দ্য বেস্ট ফর ফাইনাল। আরেক নেটিজেনের কটাক্ষ মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস? কেউ আবার অবশ্বাসের সুরে লিখেছেন, এটাই কি মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস? সময় যত এগিয়েছে ততই ট্রোলের মাত্রা বেড়েছে।
তবে শুধু পাক মাঠে নয়, বিমানবন্দরে নামার পরেও তাঁকে ঘিরে সমালোচনা হয়েছিল। সেবারও যে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের শার্ট এবং মাস্ক পরে নেমেছিলেন।