এক্সপ্লোর
বিজয় হজারে: ফাইনালে বাংলাকে ৩৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন তামিলনাড়ু

নয়াদিল্লি: দীনেশ কার্তিকের শতরানের ওপর ভিত্তি করে বিজয় হজারে ট্রফির ফাইনাল ম্যাচে বাংলাকে ৩৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল তামিলনাড়ু।
প্রথমে ব্যাট করে ২১৭ তোলে তামিলনাড়ু। ফাইনালে বল করতে নেমে ২৬ রানে মহম্মদ সামি নেন চার উইকেট। অশোক দিন্দা নেন তিনটি। দীনেশ কার্তিকের দুরন্ত শতরানে (১১২) ভর করেই ২০০-র গণ্ডি পার হয় তামিলনাড়ু।
জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানেই শেষ বঙ্গ-ব্রিগেড। সুদীপের অর্থশতরান, মনোজের ৩২ ছাড়া তেমন লড়াই দিতে পারলেন না কেউ। এই নিয়ে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতল তামিলনাড়ু।
ট্রফি হাতছাড়া হলেও, বাংলার প্রাপ্তি বলতে ঘরোয়া প্রতিযোগিতায় সামির দুরন্ত প্রত্যাবর্তন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















