Kerala Blasters vs East Bengal: আইএসএলের প্রথম ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
ISL 2022-23: কেরালা ব্লাস্টার্স ও ইস্টবেঙ্গলের ম্যাচের মধ্যে দিয়েই এবারের আইএসএল মরসুম শুরু হতে চলেছে।
কোচি: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে শুক্রবার থেকেই শুরু হতে চলেছে আইএসএলের (ISL 2022-23) নতুন মরসুম। দুই বছর পর মাঠ ভর্তি সমর্থকদের সামনে আবারও খেলতে পারবে দলগুলি। মরসুমের প্রথম ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। গত মরসুমে লিগ তালিকায় ১১ নম্বরে শেষ করা লাল হলুদের প্রতিপক্ষ গত মরসুমের রানার্স আপ কেরালা ব্লাস্টার্স। কেরালার ঘরের মাঠেই খেলতে নামবে ইস্টবেঙ্গল। কখন, কোথায়, কী ভাবে দেখবেন এই ম্যাচ?
কবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল?
শুক্রবার, ৭ অক্টোবর ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স একে অপরের মুখোমুখি হবে।
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচটি?
কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ক'টা থেকে শুরু ম্যাচ?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭.৩০টা থেকে শুরু ম্যাচ।
কীভাবে দেখবেন ইস্টবেঙ্গল-কেরালা ম্য়াচ?
স্টার স্পোটর্স নেটওয়ার্কের একাধিক চ্যানেলে এই ম্যাচ দেখা যাবে।
অনলাইনে কীভাবে খেলা দেখবেন?
অনলাইনে হটস্টারে দেখা যাবে এই ম্যাচ।
ইস্টবেঙ্গল দল
আইএসএলের (ISL) জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। তিনজন গোলকিপার, ৯ জন ডিফেন্ডার, ১১ জন মিডফিল্ডার ও চারজন ফরওয়ার্ডকে দলে রাখা হয়েছে। আগামী ৭ অক্টোবর কোচিতে কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল হলুদ শিবির।
আসন্ন আইএসএলের প্রস্তুতি সারতে গত শুক্রবার অনুশীলন ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব। প্রতিপক্ষ ছিল আই লিগের ক্লাব রিয়াল কাশ্মীর। এআইএফএফের 'সেন্টার ফর এক্সেলেন্সের' মাঠে কাশ্মীরকে কার্যত উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। ৩-০ ব্যবধানে তারা হারায় কাশ্মীরকে। যা আইএসএল শুরুর আগে যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলবে ইস্টবেঙ্গল শিবিরকে।
ডিফেন্ডার: সার্থক গোলুই, মহম্মদ রকিপ, ইভান গঞ্জালেস, চারালাম্বোস কিরিয়াকু, অঙ্কিত মুখোপাধ্যায়, লালচুংনুঙ্গা, জেরি লালরিনজুয়ালা, প্রীতম কুমার সিংহ ও নবি হুসেন খান।
মিডফিল্ডার: অমরজিৎ সিংহ কিয়াম, তুহিন দাস, অ্যাঙ্গুসানা ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, জর্ডান ও'ডোহার্টি, মহেশ সিংহ নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি ও হিমাংশু জাংড়া
ফরওয়ার্ড: এলিয়ান্দ্রো, ক্লেইটন সিলভা, সেম্বোই হাওকিপ ও ভি পি সুহের।