এক্সপ্লোর
Advertisement
ব্যর্থ মেসি, আর্জেন্তিনার হার, আত্মহত্যা করবেন বলে ঘর ছাড়লেন কেরলের ফুটবলপ্রেমী, নদীতে ঝাঁপ?
কোট্টায়ম: গতকাল রাতে ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্তিনা ০-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর হতাশ হয়ে আত্মহত্যা করবেন বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন কেরলের এক ফুটবলপ্রেমী। তাঁর ঘর থেকে পাওয়া গিয়েছে সুইসাইড নোট। সেখানে লেখা আছে, আর্জেন্তিনার হারে হতাশ হয়ে তিনি জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ ও দমকল ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে। স্নিফার ডগ একটি নদীর পাড় অবধি গিয়ে থেমে যায়। এরপর সেই নদীতে খোঁজ শুরু হয়েছে। তবে এখনও ওই যুবকের খোঁজ মেলেনি।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম দিনু অ্যালেক্স (৩০)। তাঁর বাড়ি কোট্টায়ম জেলার আরুমানুর গ্রামে। গতকাল গভীর রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁর বাবা জানিয়েছেন, আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসির অন্ধ ভক্ত অ্যালেক্স। ক্রোয়েশিয়ার কাছে হেরে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই আর্জেন্তিনার ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে প্রচণ্ড দুঃখ পেয়েই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন অ্যালেক্স।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement