এক্সপ্লোর
Advertisement
IPL 2020: মর্গ্যানের হাতে নাইট রাইডার্সের অধিনায়কত্বের ভার তুলে দিলেন কার্তিক, কেন?
আইপিএলের মাঝপথেই বড়সড় বদল কলকাতা নাইট রাইডার্সে। দলের অধিনায়কত্ব ইয়ন মর্গ্যানের হাতে তুলে দিলেন দীনেশ কার্তিক। টিম ম্যানেজমেন্ট এ কথা জানিয়েছে। নাইট রাইডার্স এক বিবৃতিতে জানিয়েছে, দীনেশ কার্তিক কেকেআর ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে, তিনি নিজের ব্যাটিংয়ের ওপর নজর দিতে চান এবং দলের লক্ষ্য পূরণ করতে তিনি ইয়ন মর্গ্যানের হাতে অধিনায়কত্বের ভার তুলে দিয়েছেন।
কলকাতা: আইপিএলের মাঝপথেই বড়সড় বদল কলকাতা নাইট রাইডার্সে। দলের অধিনায়কত্ব ইয়ন মর্গ্যানের হাতে তুলে দিলেন দীনেশ কার্তিক। টিম ম্যানেজমেন্ট এ কথা জানিয়েছে। নাইট রাইডার্স এক বিবৃতিতে জানিয়েছে, দীনেশ কার্তিক কেকেআর ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে, তিনি নিজের ব্যাটিংয়ের ওপর নজর দিতে চান এবং দলের লক্ষ্য পূরণ করতে তিনি ইয়ন মর্গ্যানের হাতে অধিনায়কত্বের ভার তুলে দিয়েছেন।
কার্তিক চলতি আইপিএলে মাত্র একটি হাফসেঞ্চুরিই করেছেন। কিন্তু তারপর থেকে সেভাবে ব্যাটে রান নেই তাঁর। যদিও কেকেআপ এখনও পর্যন্ত সাতটি ম্যাচে চারটিতে জিতে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। টুর্নামেন্টের প্রথম পর্বে দুই দলের লড়াই জয় হাসিল করেছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে রোহিত শর্মার দল। এর কারণ, ফর্ম ও দলে ভারসাম্য।
অন্যদিকে, চলতি টুর্নামেন্টে কেকেআর এখনও পর্যন্ত সঠিক কম্বিবেশন গড়ে তুলতে পারেনি। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে অনেক ফাঁকফোকর। সঠিক ওপেনিং জুটিও এখনও গড়ে ওঠেনি। শুরুতে শুভমন গিলের সঙ্গে দেখা যাচ্ছিল সুনীল নারাইনকে। পরে শুভমনের সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে রাহুল ত্রিপাঠীকে। এই জুটি এখনও পর্যন্ত কিছুটা সফল। গত ম্যাচে টম বেন্টন সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement