এক্সপ্লোর

Sports Highlights: বাটলারের দাপটে কেকেআরের হার, আইপিএল থেকে ম্যাক্সওয়েলের সাময়িক বিরতি, এক নজরে খেলার সারাদিন

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।

কলকাতা: ঘরের মাঠে বাটলারঝড়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরাজিত হল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্লেন ম্য়াক্সওয়েলের। এক নজরে খেলার সব খবর।

কেকেআরের হার

সুনীল নারাইনের সেঞ্চুরি। গ্যালারিতে শাহরুখ খানের ক্যারিশমা। সব কিছু ম্লান করে দিলেন একজন। জস বাটলার (Jos Buttler)। ৫৫ বলে সেঞ্চুরি। ৬০ বলে অপরাজিত ১০৭ রান। নারাইনের ৫৬ বলে ১০৯ রানের ঝড়ও ঢাকা পড়ল বাটলারের দৌরাত্ম্যে। সোমবার প্রস্তুতিতেই ইডেনে ব্যাট হাতে চাবুক চালিয়েছিলেন। মঙ্গলবার তাই আছড়ে পড়ল নাইট শিবিরে। ছন্নছাড়া হয়ে গেল কেকেআর বোলিং। ২২৩ তাড়া করে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল রাজস্থান। আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির এটাই। এর আগে শারজায় ২০২০ সালে ২২৩ রান তাড়া করেই ম্যাচ জিতেছিল রাজস্থান। তবে সেবার ২২৬ রান তুলেছিল তাড়া। মঙ্গলবার ২২৩ রানই তাড়া করে জিতল। তবে ২২৪ তুলল ৮ উইকেট হারিয়ে। ২ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পাকা করে নিল রাজস্থান।

ম্যাক্সওয়েলের সাময়িক বিরতি

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) দল দেখে চমকে উঠেছিলেন অনেকে। নাম নেই গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell)। তাহলে কি চোট লাগল অস্ট্রেলীয় তারকার? পরে জানা গেল সত্যিটা। মানসিক ও শারীরিকভাবে তরতাজা হওয়ার জন্য আইপিএল (IPL 2024) থেকে সাময়িক বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল। সেই কারণেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেননি তিনি।

তবে আরসিবির ষষ্ঠ হারের পর ম্যাক্সওয়েল বলেছেন, 'আমার কাছে খুব সহজ সিদ্ধান্ত ছিল। আগের ম্যাচের পরই আমি ফাফ ডুপ্লেসি ও কোচের কাছে যাই আর বলি, অন্য় কাউকে দেখার সময় এসেছে। আমি আগেও এরকম সময়ে পড়েছি যখন খেলেই গিয়েছি আর আরও খারাপ করে গিয়েছি। আমার মনে হয়েছে নিজেকে মানসিক ও শারীরিক বিশ্রাম দেওয়ার এটাই আদর্শ সময়। যাতে যখন টুর্নামেন্টে ফিরব, মানসিক ও শারীরিক দিক থেকে এমন জায়গায় থাকব যাতে ম্যাচে প্রভাব ফেলতে পারি।'

আরসিবি বিক্রির ডাক ভূপতির

নাগাড়ে পাঁচ হার, লিগ তালিকায় সবার নীচে দল। এবারের আইপিএল (IPL 2024) মরশুমটা যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) জন্য একেবারেই ভাল কাটছে না, তা বলাই বাহুল্য। সোমবার সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই করলেও, ২৫ রানে হারতে হয়েছে আরসিবিকে। এরপরেই দলের ম্যানেজমেন্টের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন মহেশ ভূপতি (Mahesh Bhupathi)।

ভারতের সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের প্রসঙ্গ উঠলেই, একেবারে শীর্ষের সারিতে মহেশ ভূপতি। দেশকে বহু সম্মান এনে দিয়েছেন তিনি। জিতেছেন একাধিক গ্র্যান্ড স্ল্যাম। সেই মহেশ ভূপতিই এবার আরসিবি ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন। ভূপতি নিজেকে আরসিবি সমর্থক বলেই দাবি করেন। দলের দুদর্শা দেখে ব্যতীত টেনিস কিংবদন্তির স্পষ্ট দাবি, আরসিবির মালিকানা বদল হোক। বিসিসিআইকে এই বিষয়ে উদ্যোগী হতেও অনুরোধ করেছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় মহেশ ভূপতি লেখেন, 'খেলার স্বার্থে, আইপিএলের স্বার্থে, সমর্থকদের স্বার্থে, এমনকী খেলোয়াড়দের স্বার্থে, আমার মনে হয় বিসিসিআইয়ের আরসিবির মালিকানা বদলের জন্য উদ্যোগী হওয়া উচিত। দলের মালিকানা এমন একজনের হাতে তুলে দেওয়া হোক যে বা যারা দলটিকে বাকিদের মতো একটা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি হিসাবে গড়ে তুলতে আগ্রহী হবেন। খুবই দুর্ভাগ্যজনক।'

সমস্যা মিটল নাগালের

চলতি বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন সুমিত নাগাল। একের পর এক টুর্নামেন্টে নিজের প্রতিভার প্রদর্শন দিয়ে চলেছেন। সম্প্রতি নিজের কেরিয়ারের সেরা সিঙ্গেলস ব়্যাঙ্কিংয়েও পৌঁছেছেন তিনি। তবে যুক্তরাজ্যের ভিসা পাওয়া নিয়ে তাঁকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যার জেরে উইম্বলডনে তাঁর অংশগ্রহণ নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল। অবশেষে সেই সমস্যা মিটল। ব্রিটেনের ভিসা পাওয়ায় আর বাধা রইল না তাঁর।

১ জুলাই থেকে ১৪ জুলাই এবারের উইম্বলডনের আসর বসবে। সেখানে সুমিত নাগালের ভাল পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ভারতবাসীরা। তবে ব্রিটেনের ভিসা পাওয়ার জন্য কিছু নথিগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল নাগালকে। ব্রিটেন আধিকারিকদের সাহায্য চেয়েও প্রাথমিকভাবে কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে সমস্যার সমাধান পেতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছিলেন সুমিত নাগাল। সোশ্যাল মিডিয়ায় নাগালের আবেদন ব্রিটেন ভিসা আধিকারিকদের নজরে পড়ে। দ্রুতই সুরাহাও মেলে।

সমস্যার সমাধানের পর ব্রিটেন আধিকারিকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি নাগাল। সমস্যা মিটে যাওয়ায় দ্রুতই ব্রিটেনের ভিসা পেয়ে যাবেন ভারতীয় তারকা, এমনটাই আশা। 

চেন্নাই সমর্থকদের জন্য সুখবর

মুস্তাফিজু়র রহমান (Mustafizur Rahman) কতদিন আইপিএলে (IPL 2024) খেলতে পারবেন? চেন্নাই সুপার কিংসের (CSK) সমর্থকেরাও উত্তরের জন্য মুখিয়ে রয়েছেন। এমনিতেই ভিসা জটে দেশে ফিরতে হয়েছিল বাঁহাতি পেসারকে। তাই মাঝে সিএসকে-র হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ফিজ়। বাংলাদেশের হয়ে খেলতেও দেশে ফিরতে হবে তাঁকে। আইপিএলে কতদিন দেখা যাবে মুস্তাফিজ়ুরকে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজ়ুরের আইপিএল খেলার জন্য এনওসি একদিন বাড়িয়েছে। প্রথমে ঠিক ছিল ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন  তিনি। তবে বিসিবি তাঁর আইপিএল খেলার মেয়াদ বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে। ১৯ ও ২৩ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস, ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও ১ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন বাঁহাতি পেসার।

সব কিছু ঠিক থাকলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজুর। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের জন্যই আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের তারকা পেসারকে।

হার্দিকের বিশ্বকাপ ভাগ্য ঝুলে

কেমন হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দলের স্কোয়াড? অলরাউন্ডার হিসেবে কে কে দলে সুযোগ পাবেন? কেমন হবে বোলিং লাইন আপ? এখনও কিছু চূড়ান্ত নয়। তবে সূত্রের খবর, গত সপ্তাহে মুম্বইয়ে বৈঠকে বসেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), অজিত আগরকর (Ajit Agarkar) ও রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আগামী জুনে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড় দলের হেডকােচ। অজিত আগরকর নির্বাচক কমিটির প্রধান। তিনজনেই বৈঠকেই উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিলেন নাকি হার্দিক পাণ্ড্য। বঢোদরার অলরাউন্ডারকে আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ব্যাটার হার্দিক নয়, মূলত বল হাতে ফিট হার্দিককে দেখতে চাইছেন নির্বাচকরা। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে মুম্বইয়ের প্রথম দুটো ম্য়াচে গুজরাত ও সানরাইজার্সের বিরুদ্ধেই একমাত্র নিজের কোটার চার ওভার সম্পূর্ণ করেছিলেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ১১ ওভার বল করেছেন মুম্বই অধিনায়ক। মোট ৩ উইকেট নিয়েছেন। প্রতি ওভার পিছু ১২ রান করে খরচও করেছেন। সূত্র মারফৎ যা শোনা যাচ্ছে যে নির্বাচকরা একমাত্র তখনই হার্দিককে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভূক্ত করবেন, যদি তিনি আইপিএলে প্রতি ম্য়াচে নিয়মিত বল করেন। ফলে এটুকু কিন্তু বলাই যায় যে জুনে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে অত সহজে ঢুকে পড়তে পারবেন না হার্দিক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ঢাকাতেই মন্দিরে তাণ্ডব ! গুঁড়িয়ে দেওয়া হল লক্ষ্মী নারায়ণের মূর্তি
ঢাকাতেই মন্দিরে তাণ্ডব ! গুঁড়িয়ে দেওয়া হল লক্ষ্মী নারায়ণের মূর্তি
Vaishali Dalmiya: মাঝরাতে বাড়িতে হামলার অভিযোগ, অভিযোগ দায়ের বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার
Vaishali Dalmiya: মাঝরাতে বাড়িতে হামলার অভিযোগ, অভিযোগ দায়ের বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার
Bangladesh News : শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে ফেরত পাঠানো হোক, দাবি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের
শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে ফেরত পাঠানো হোক, দাবি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের
RBI Gold Buying: টন টন সোনা কিনছে RBI, ১০ মাসে কত সোনা এল ভারতের ভাণ্ডারে ?
টন টন সোনা কিনছে RBI, ১০ মাসে কত সোনা এল ভারতের ভাণ্ডারে ?
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News : সায়ন ঘোষের পর এবার আরও এক। বাংলাদেশে বেছে বেছে অত্যাচারিত ভারতীয় হিন্দুরাBangladesh News : নাম না করে ইউনূসকে রাজধর্ম মনে করালেন বাংলাদেশের প্রধান বিচারপতিBangladesh:'চাপ সৃষ্টি করতেই গ্রেফতার করা হয়েছে চিন্ময়কৃষ্ণ দাসকে',দাবি সঙ্গীত শিল্পী রাজিয়া মুন্নিরBangladesh News : এবার ভারতীয় পণ্য বাতিলের ডাক বাংলাদেশের কট্টরপন্থী নেতা রিজভির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ঢাকাতেই মন্দিরে তাণ্ডব ! গুঁড়িয়ে দেওয়া হল লক্ষ্মী নারায়ণের মূর্তি
ঢাকাতেই মন্দিরে তাণ্ডব ! গুঁড়িয়ে দেওয়া হল লক্ষ্মী নারায়ণের মূর্তি
Vaishali Dalmiya: মাঝরাতে বাড়িতে হামলার অভিযোগ, অভিযোগ দায়ের বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার
Vaishali Dalmiya: মাঝরাতে বাড়িতে হামলার অভিযোগ, অভিযোগ দায়ের বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার
Bangladesh News : শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে ফেরত পাঠানো হোক, দাবি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের
শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে ফেরত পাঠানো হোক, দাবি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের
RBI Gold Buying: টন টন সোনা কিনছে RBI, ১০ মাসে কত সোনা এল ভারতের ভাণ্ডারে ?
টন টন সোনা কিনছে RBI, ১০ মাসে কত সোনা এল ভারতের ভাণ্ডারে ?
Jalpaiguri News : বিদ্বেষের আবহেই জলপাইগুড়িতে ইন্দো-বাংলাদেশ সীমান্তে চলল গুলি, লুটিয়ে পড়ল পাচারকারী
বিদ্বেষের আবহেই জলপাইগুড়িতে ইন্দো-বাংলাদেশ সীমান্তে চলল গুলি, লুটিয়ে পড়ল পাচারকারী
India vs Australia Live: এখনও ২৯ রানে পিছিয়ে ভারত, হাতে পাঁচ উইকেট, এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব?
এখনও ২৯ রানে পিছিয়ে ভারত, হাতে পাঁচ উইকেট, এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব?
Sunita Williams: নয় নয় করে ছ'মাস পার, এখনও মহাকাশে আটকে সুনীতা, বিপত্তি এড়াতে নয়া উদ্যোগ NASA-র
নয় নয় করে ছ'মাস পার, এখনও মহাকাশে আটকে সুনীতা, বিপত্তি এড়াতে নয়া উদ্যোগ NASA-র
Viral Video: ছাদ ভেঙে ঘরে ঢুকল দানবাকৃতি সাপ! আতঙ্কে চিৎকার! ভয়ঙ্কর সেই ভিডিও ভাইরাল
ছাদ ভেঙে ঘরে ঢুকল দানবাকৃতি সাপ! আতঙ্কে চিৎকার! ভয়ঙ্কর সেই ভিডিও ভাইরাল
Embed widget