এক্সপ্লোর
গার্লফ্রেন্ডকে বিয়ে করলেন 'মিস্ট্রি স্পিনার' বরুণ চক্রবর্তী, ছবি ভাইরাল, ক্রিকেটও খেললেন বর ও কনে, ভিডিও শেয়ার নাইট রাইডার্সের
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এই বছরটাকে বরুণ তাঁর জীবনে স্মরণীয় করে রেখেছেন। বছর শেষের আগে গার্লফ্রেন্ডের সঙ্গে সাতপাকের বন্ধনে বাঁধা পড়লেন তিনি।

চেন্নাই: এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এই বছরটাকে বরুণ তাঁর জীবনে স্মরণীয় করে রেখেছেন। বছর শেষের আগে গার্লফ্রেন্ডের সঙ্গে সাতপাকের বন্ধনে বাঁধা পড়লেন তিনি। গার্লফ্রেন্ডের সঙ্গে বরুণের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা তাঁকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটার অরুণ কার্তিক বরুণের বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। চেন্নাইয়ে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করলেন বরুণ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন বরুণ। কিন্তু চোটের জন্য ছিটকে যান তিনি। তাঁর জায়গায় নেওয়া হয় টি নটরাজনকে। এবারের আইপিএলে নাইট রাইডার্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন। সেইসঙ্গে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে দুটি ম্যাচেই আউট করেছিলেন।
১৭ বছর বয়সে ক্রিকেট ছেড়েই দিয়েছিলেন বরুণ। পড়াশোনার জন্য ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন তিনি। খেলার জন্য পড়াশোনায় মন বসাতে পারছিলেন তিনি। এ জন্যই ক্রিকেটের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন তিনি। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস করার পর পাঁচ বছর আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেন এবং এরপর চাকরিও করেন। কিন্তু চাকরিতে মন বসাতে না পেরে ফের ক্রিকেট খেলার দিকেই নজর দেন। ২৯ বছরের বরুণ তাঁর বোলিংয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়ে নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে খেলেন তিনি। তবরুণ ৯ লিস্ট এ ম্যাচ খেলেছেন। খেলেছেন ১৪ টি২০ ম্যাচ। সেইসঙ্গে তিনি খেলেছেন একটি প্রথম শ্রেণীর ম্যাচও।
বিয়েতে কনের সঙ্গে ক্রিকেটও খেললেন স্পিনার। বরের বলে ব্যাট করলেন কনে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স।

খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
