এক্সপ্লোর
এবারের আইপিএলে প্রথম হাফসেঞ্চুরি রোহিতের, নয়া রেকর্ডেরও মালিক হলেন মুম্বই অধিনায়ক
সংযুক্তি আরব আমিরশাহীর আবুধাবিতে চলতি আইপিএলের পঞ্চম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ঝলমলে ইনিংস। ৩৯ বলে চারটি ছয়ের সাহায্যে এবারের আইপিএলে তাঁর প্রথম হাফসেঞ্চুরি করলেন তিনি।

ছবি-মুম্বই ইন্ডিয়ান্স ট্যুইটার
KKR vs MI: সংযুক্তি আরব আমিরশাহীর আবুধাবিতে চলতি আইপিএলের পঞ্চম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ঝলমলে ইনিংস। ৩৯ বলে চারটি ছয়ের সাহায্যে এবারের আইপিএলে তাঁর প্রথম হাফসেঞ্চুরি করলেন তিনি। সেইসঙ্গে আইপিএলে একটি রেকর্ডও গড়লেন তিনি। টুর্নামেন্টে কোনও একটি দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার কোনও একটি দলের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ডের মালিক ছিলেন। ওয়ার্নার নাইট রাইডার্সের বিরুদ্ধে মোট ৮২৯ রান করেছেন। এবার ওয়ার্নারকে পিছনে ফেললেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ৫৪ বলে ৮০ রান করে আউট হয়েছেন। শিবম মাভি তাঁকে আউট করেন। এই ম্যাচের আগে নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর মোট রান ছিল ৮২৪। আইপিএলে কেকেআরের বিরুদ্ধে রোহিত একটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি করেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















