KKR vs SRH, Dream11 Predictions: শাকিব না নারাইন, কাকে খেলাবে কেকেআর? সুযোগ পাবেন ঋদ্ধি?
KKR vs SRH Dream11 Team Prediction: প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের একটি পূর্ণাঙ্গ মরসুম শুরু করতে চলেছেন অইন মর্গ্যান। যাঁর মুকুটে বিশ্বকাপ জয়ের পালক রয়েছে। আর চোদ্দোতম আইপিএলে প্রথম ম্যাচেই তাঁর প্রতিপক্ষ শিবিরে রয়েছেন এমন একজন, বিশ্বকাপে যাঁর প্রশিক্ষণে খেলেছিল টিম ইংল্যান্ড।
চেন্নাই: প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের একটি পূর্ণাঙ্গ মরসুম শুরু করতে চলেছেন অইন মর্গ্যান। যাঁর মুকুটে বিশ্বকাপ জয়ের পালক রয়েছে। আর চোদ্দোতম আইপিএলে প্রথম ম্যাচেই তাঁর প্রতিপক্ষ শিবিরে রয়েছেন এমন একজন, বিশ্বকাপে যাঁর প্রশিক্ষণে খেলেছিল টিম ইংল্যান্ড। তিনি ট্রেভর বেলিস, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের কোচ। এখন তিনি সানরাইজার্স হায়দরাবাদে ডেভিড ওয়ার্নারদের কোচ।
প্রথম ম্যাচের আগে বেশ কয়েকটি অঙ্ক নিয়ে কাটাছেঁড়া চলছে নাইট শিবিরে। তবে ওপেনিংয়ে শুভমন গিলের খেলা নিশ্চিত। তাঁর সঙ্গী হয়তো রাহুল ত্রিপাঠি। আবার সুনীল নারাইন খেললে তাঁকে দিয়েও ওপেন করানো হতে পারে। যদিও সেই ফাটকা গতবার কাজে দেয়নি। কেকেআরের তিন নম্বরে সম্ভবত নীতিশ রানা। অধিনায়ক মর্গ্যান খেলবেন চারে। প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিককে নামানো হতে পারে পাঁচে। তারপর হয়তো আন্দ্রে রাসেল। তবে ম্যাচের পরিস্থিতি বুঝে রাসেলকে আগে নামানো হলেও অবাক হওয়ার কিছু নেই। নাইট শিবিরে সবচেয়ে বেশি চর্চা চলছে নারাইন ও শাকিবের মধ্যে কাকে খেলানো হবে তা নিয়ে। ব্যাটের হাতের জন্য শাকিব এগিয়ে থাকবেন। পাশাপাশি গতবার নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা পড়েছিল। নাকল বল না করলে তাঁর বোলিংয়ে কতটা ঝাঁজঝ থাকবে দেখার।
চেন্নাইয়ের মন্থর পিচের কথা মাথায় রেখে হরভজন সিংহকে খেলানো হতে পারে। তৃতীয় স্পিনার হিসাবে কি কুলদীপ যাদব? নাকি সুযোগ দেওয়া হবে বরুণ চক্রবর্তীকে, তা নিয়েও জল্পনা রয়েছে। পেসার হিসাবে প্যাট কামিন্স ও প্রসিদ্ধ কৃষ্ণকে সম্ভবত দেখা যাবে।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ ঋদ্ধিমান সাহাকে খেলাবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। ওয়ার্নার ও বেয়ারস্টোই হয়তো ওপেনিংয়ে। ঋদ্ধি খেললে অবশ্য অঙ্ক বদলে যেতে পারে।
দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, অইন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন/শাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী/কুলদীপ যাদব।
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর/অভিষেক শর্মা, কেদার যাদব, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও টি নটরাজন।