KL Rahul Donation: মানবিক রাহুল, রক্তের বিরল রোগে আক্রান্ত বালকের অস্ত্রোপচারে সাহায্য ৩১ লক্ষ টাকা
রক্তের বিরল রোগে আক্রান্ত ১১ বছর বয়সী ভরদের অস্ত্রোপচারে সহায়তা করলেন কে এল রাহুল। ওই বালক মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি ছিল। বোন ম্যারো ট্র্যান্সপ্লান্টের জন্য তার জরুরি অস্ত্রপচারের প্রয়োজন ছিল।
বেঙ্গালুরু: ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল (KL Rahul) মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে অনেকবার শিরোনামে এসেছেন। তবে আপাতত চোটের কারণে দলের বাইরে রয়েছেন তিনি। ক্রিকেট থেকে বাইরে রয়েছেন তিনি। এই তারকা ব্যাটার মাঠের বাইরে মহৎ কাজ করে সমর্থকদের মন জয় করলেন।
রক্তের বিরল রোগে আক্রান্ত ১১ বছর বয়সী ভরদের অস্ত্রোপচারে সহায়তা করলেন কে এল রাহুল। ওই বালক মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি ছিল। বোন ম্যারো ট্র্যান্সপ্লান্ট (bone marrow transplant) চিকিৎসার জন্য তার জরুরি অস্ত্রপচারের প্রয়োজন ছিল।
গত ডিসেম্বর থেকে ভরদের বাবা-মা সাহায্য নিয়ে কোনওরকমে ৩৫ লক্ষ টাকার ব্যবস্থা করেছেন। রাহুল এই ছেলেটির কথা জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং তাকে ৩১ লক্ষ টাকা দান করেন। রাহুল বলেছেন, “আমি যখন ভরদের অবস্থা সম্পর্কে জানতে পারি, তখন আমার দল গিভ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করি। আমি খুশি যে ওর অস্ত্রোপচার সফল হয়েছে এবং ও ভাল আছে। আমি আশা করি ভরদ যত তাড়াতাড়ি সম্ভব তার নিজের পায়ে হাঁটতে পারবে। নিজের স্বপ্নগুলি সফল করতে পারবে।”
ভরদের মা স্বপ্না বলেছেন, “ভরদের অস্ত্রোপচারে এত বিপুল পরিমাণ অনুদান দেওয়ার জন্য আমরা কে এল রাহুলের কাছে কৃতজ্ঞ। এত অল্প সময়ে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা আমাদের পক্ষে অসম্ভব ছিল। ধন্যবাদ জানাতে চাই রাহুলকে।”
রক্তের বিরল রোগে আক্রান্ত ভরদ। গত বছরই সে কথা জানতে পেরেছিলেন তার মা-বাবা। চিকিৎসকরা জানিয়ে দেন, দ্রুত অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। আর তার জন্য প্রয়োজন ৩৫ লক্ষ টাকা। ভরদের বাবা সচিন নাড়াওয়ালে পেশায় বিমা এজেন্ট। মা স্বপ্না ঝা গৃহবধূ। কোথা থেকে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করবেন, ভেবে কূল পাচ্ছিলেন না তাঁরা। গত ডিসেম্বরে তাই একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অর্থ তোলার চেষ্টা শুরু করেন ভরদের অভিভাবকরা। এই খবরই রাহুলের (KL Rahul) টিমের কাছে পৌঁছায়। তখনই ভারতীয় ওপেনার জানিয়ে দেন, এমন কঠিন সময়ে ভরদের পরিবারের পাশে দাঁড়াবেন তিনি। ৩১ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেন রাহুল।
চোটের জন্য আপাতত ভারতীয় দলের বাইরে কে এল রাহুল। মাঠে ফেরার অপেক্ষায় ডানহাতি তারকা।