KL Rahul Update: রোহিতের অনুপস্থিতিতে বিরাটের টেস্ট দলে সহ-অধিনায়ক হলেন রাহুল
India tour to South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে বিরাট কোহলির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন টিম ইন্ডিয়ার ওপেনার কে এল রাহুল।
জোহানেসবার্গ: রোহিত শর্মা (Rohit Sharma) চোটের জন্য নেই। হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে দিয়েছে। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন চলছে তাঁর।
রোহিতের পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওপেনার কে এল রাহুল (KL Rahul)। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চোটের কারণে এই সিরিজের বাইরে চলে গিয়েছেন রোহিত শর্মা। সেই কারণেই বিরাটের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেএল রাহুলকে।
বিরাট কোহলির (Virat Kohli) ডেপুটি হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল রোহিত শর্মার। কিন্তু শেষ মুহূর্তে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা (South Africa) যেতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের 'হিটম্যান'। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক হলেন কেএল রাহুল (KL Rahul)।
অনেকে অবশ্য ভেবেছিলেন, রোহিতের পরিবর্তে সহ-অধিনায়ক করা হতে পারে অজিঙ্কা রাহানেকে। তবে সমালোচকেরা রাহানের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সে কারণেই হয়তো রাহানের পরিবর্তে রাহুলের কাঁধেই সহ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হল। এখন পর্যন্ত ৪০টি টেস্ট খেলেছেন কেএল রাহুল। যাতে তিনি ৬টি সেঞ্চুরি করেছেন। ৩৫.১৬ গড়ে ২৩২১ রান করেছেন রাহুল। অনেকেই কেএল রাহুলকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখতে শুরু করেছেন।
দলে সুযোগ না পেয়ে নির্বাচক-কোচকে গালিগালাজ! তোলপাড় বঙ্গ ক্রিকেট
রাহানের পাশাপাশি সহ-অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ (Rishav Pant)। এমনকী, ভেসে উঠেছিল আর অশ্বিনের নামও। তবে শেষ পর্যন্ত রাহুলকে বেছে নেওয়া হল। কারণ এই মুহূর্তে ভারতের সীমিত ওভারের সহ অধিনায়কও রাহুল। তাছাড়া ভবিষ্যতে রাহুলকে তিন ফর্ম্যাটের অধিনায়ক হিসাবে দেখতে শুরু করেছেন অনেকেই।
লখনউতে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের জন্যও রাহুলের নাম নিয়ে আলোচনা হচ্ছে। তাঁকে পেতে ঝাঁপাতে পারে সঞ্জীব গোয়েঙ্কার দল।