Neeraj Chopra: বিয়েতে পণ নিয়েছেন নীরজ চোপড়া! টাকার পরিমাণ শুনে বিস্মিত সকলেই
Neeraj Chopra - Himani Mor Wedding: রবিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নীরজ চোপড়া নিজের বিয়ের কথাটি ঘোষণা করেন।

নয়াদিল্লি: রবিবাসরীয় সন্ধেতে সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই নীরজ চোপড়া (Neeraj Chopra) নিজের বিয়ের কথা ঘোষণা করেন। পাত্রী পেশাদার টেনিস খেলোয়াড় হিমানি মোর। হঠাৎই সবার আড়ালে তারকা অ্যাথলিট এমনভাবে বিয়ে সেরে নেওয়ায় অনেকেই চমকে গিয়েছিলেন।
বিয়ের ছবি পোস্ট করে নীরজ লেখেন, 'নিজের পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের শুরুটা করলাম। প্রচুর আর্শীবাদ আজ আমাদের এখানে পৌঁছতে সাহায্যে করেছে এবং তার জন্য আমি কৃতজ্ঞ। ভালোবাসার সুতোয় গেঁথে চিরজীবনের সফর।' নীরজের কাকা জানান দিন দু'য়েক আগেই বিয়ে সেরে মধুচন্দ্রিমায় রওনা দিয়েছেন নীরজরা।
নীরজের কাকা ভীম, যিনি নীরজদের সঙ্গেই থাকেন, তিনি পিটিআইকে জানান নীরজরা দেশেই বিয়ে সেরে বর্তমানে মধুচন্দ্রিমায় বেরিয়েছেন। তিনি বলেন, 'দিন দুই আগে ভারতেই বিয়েটা সম্পন্ন হয়েছে। তবে কোথায় হয়েছে সেটা আমি বলতে পারব না। মেয়েটি সোনিপথের এবং বর্তমানে ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। ওরা মধুচন্দ্রিমার জন্য দেশের বাইরে গিয়েছে তবে সেই জায়গাটা কোথায়, সেটা আমি জানি না। আমরা এটুকুই জানাতে চাই।' লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে প্রস্তুতি সারার পর কাছের লোকেদের নিয়েই বিয়ে সারেন তারকা অ্যাথলিট।
কিন্তু এই বিয়েতে কত টাকা যৌতুক নিয়েছেন নীরজ চোপড়া। অঙ্কটা শুনলে সকলেই কিন্তু খানিকটা চমকে যাবেন। হিমানির বাবা-মা ভাস্কর ও মীনা জানা দুইজনের বিয়ের জন্য নীরজ কেবল এক টাকা নিয়েছেন। দুইজনের নতুন জীবন যে কেবল ভালবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই হয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।
হিমানির বাবা, মা আরও জানান যে জামাকাপড় বা অন্য কোনওরকম উপহারও দুই পরিবারের তরফে আদান প্রদান করা হয়নি। অর্থাৎ দুইজনের বন্ধন যে ভালবাসায় ভর করেই হয়েছে, তা বলাই বাহুল্য। দুইজনের বিবাহের অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরে চলে। ১৪ তারিখ তাঁরা আংটি বদলান। ১৫ তারিখ ছিল গায়ে হলুদ। মেহেন্দি এবং ডিজে নাইটের পর আয়োজিত হয় বিয়ে। ১৬ তারিখ দপুর-বিকেল নাগাদ বিবাহের অনুষ্ঠানটি সম্পন্ন। ওই রাতেই আমন্ত্রিতদের বিদায় জানান নীরজরা। দুই পরিবার মিলিয়ে মাত্র ৬০ জন এই বিয়ের সাক্ষী থেকেছেন। তারকা দম্পত্তি কিন্তু এভাবেই সকলের ভালবাসা ও আশীর্বাদে নতুন জীবন শুরু করেন।
আরও পড়ুন: যে কোনও দলের হয়ে খেলতে রাজি, কেবল এক আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চাননি ঋষভ পন্থ!






















