আয় বৃদ্ধি থেকে অতিরিক্ত সূচি, দাবি শুনল বোর্ড, কোহলিদের সমর্থন সৌরভের
নয়াদিল্লি: দলের সদস্যদের আয় বৃদ্ধি নিয়ে অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর পূর্বসূরী মহেন্দ্র সিংহের দাবিকে গ্রহণ করল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক কমিটি। একইভাবে গৃহীত হয়েছে অতিরিক্ত ক্রীড়াসূচির বিরুদ্ধে করা অভিযোগও।
বৃহস্পতিবার, সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রধান প্রাক্তন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বিনোদ রাই, প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়না এদুলজি এবং বিসিসিআই সিইও রাহুল জোহরির সঙ্গে দেখা করেন কোহলি, ধোনি এবং জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
বৈঠকের পর রাই বলেন, ক্রিকেটারদের সঙ্গে সরাসরি বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁদের সঙ্গে সরাসরি জড়িত বিভিন্ন ইস্যু এদিন আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে যেমন ছিল অতিরিক্ত ক্রীড়াসূচি সংক্রান্ত সমস্যা। তেমনই জায়গা পেয়েছে ক্রিকেটারদের আয়-সংক্রান্ত বিষয়টিও।
এদিন প্রায় দু’ঘণ্টা ধরে কোহলিদের কথা শোনেন রাই। তিনি বলেন, ওদের বক্তব্য শুনেছি। মতামত নিয়েছি। এবার সেগুলি খতিয়ে দেখা হবে। ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)-র সমস্যাটি তাদের ঘাড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
রাই জানান, দুপক্ষই সহমতে পৌঁছয় যে, সূচি এমন হতে হবে যাতে ক্রিকেটাররা যথেষ্ট পরিমাণ বিশ্রাম পান। তবে, কতদিন ক্রিকেট খেলা হবে, সেই নিয়ে নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান রাই।
অন্যদিকে, ক্রিকেটারদের আয়-বৃদ্ধি নিয়েও সিওএ-র সামনে নিজেদের বক্তব্য পেশ করেন কোহলি-ধোনি-শাস্ত্রী। বর্তমানে, চুক্তির আওতায় থাকা এ-গ্রেড ক্রিকেটাররা বছরে ২ কোটি টাকা পান। বি-গ্রেড ও সি-গ্রেডে থাকা ক্রিকেটাররা পান যথাক্রমে বার্ষিক ১ কোটি ও ৫০ লক্ষ টাকা।
টেস্ট ম্যাচের ক্ষেত্রে প্রথম একাদশে জায়গা পাওয়া ক্রিকেটাররা পান ১৫ লক্ষ টাকা। একদিন ও টি-২০ র ক্ষেত্রে এই পরিমাণ যথাক্রমে ৬ লক্ষ ও ৩ লক্ষ। আবার, দলের সদস্য হওয়া সত্ত্বেও প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা অর্ধেক টাকা পান। প্রসঙ্গত, প্রাক্তন কোচ অনিল কুম্বলে সিওএ-র কাছে এ-গ্রেড ক্রিকেটারদের চুক্তির মূল্য বাড়িয়ে ৫ কোটি করার প্রস্তাব দিয়েছিলেন।
সম্প্রতি, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির সময় পাননি বলে অভিযোগ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এদিন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছর জুলাই-সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সফরের আগে দুসপ্তাহ সেখানে বিশেষ প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা।
এদিকে, কোহলিদের দাবির সমর্থনে এদিন এগিয়ে এসেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, বোর্ডের আয় বাড়ছে, ফলে ক্রিকেটারদের আয়বৃদ্ধিও হওয়া উচিত। তিনি বলেন, বিরাট যখন খেলে, সারা দেশ দেখে।