এক্সপ্লোর
শাস্ত্রীর সঙ্গে যাত্রা মসৃণ হবে, আশায় বিরাট

মুম্বই: ভারতের নয়া প্রধান কোচ রবি শাস্ত্রীর সঙ্গে তিনি মসৃণভাবে কাজ করতে পারবেন বলে আশা করছেন অধিনায়ক বিরাট কোহলি। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে শাস্ত্রী সম্পর্কে বিরাট বলেছেন, ‘আমরা এর আগে তিন বছর একসঙ্গে কাজ করেছি। আমার মনে হয় না আমাদের আর কিছু বোঝার আছে। আমরা আগে একসঙ্গে কাজ করেছি। কী প্রত্যাশা করছি এবং বাস্তবে কী পাচ্ছি সেটা আমরা জানি। আমার মনে হয় না এর জন্য কষ্ট করতে হবে।’ ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন শাস্ত্রী। তাঁর সঙ্গে বিরাটের সম্পর্ক অত্যন্ত মধুর। অন্যদিকে, অধিনায়কের সঙ্গে মতান্তরের জেরেই পদত্যাগ করতে হয়েছে অনিল কুম্বলেকে। শাস্ত্রীর সেই সমস্যা নেই। অধিনায়কের সঙ্গে দারুণ সম্পর্ক হওয়ার পাশাপাশি তিন পছন্দের বোলিং কোচ ভরত অরুণকেও পেয়েছেন। ফলে ভারতীয় দলে কোচ-অধিনায়কের সম্পর্ক নিয়ে আর কোনও জটিলতা দেখা যাবে না বলেই মনে করছে ক্রিকেট মহল। শ্রীলঙ্কায় তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। বিরাটের দাবি, তিনি বাড়তি চাপ অনুভব করছেন না। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। খেলোয়াড়দের সঙ্গে সাপোর্ট স্টাফদের সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বোঝাপড়া এবং যোগাযোগই আসল। এটা শুধু ক্রিকেট নয়, সব সম্পর্কের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















