এক্সপ্লোর
কোহলি কমপ্লিট ব্যাটসম্যান, বলছেন লক্ষ্মণ
মুম্বই: ভারতীয় টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে ‘কমপ্লিট ব্যাটসম্যান’ বলে উল্লেখ করলেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তাঁর মতে, ব্যাটিংয়ের প্রাথমিক বিষয়গুলি খুব ভালভাবে আয়ত্ত করেছেন কোহলি। সেই কারণে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তিনি সম্পূর্ণ ব্যাটসম্যান।
মুম্বইয়ে দিলীপ সারদেশাই স্মারক বক্তৃতা দেওয়ার পর কোহলির প্রশংসা করে লক্ষ্মণ বলেছেন, ‘আমি বিরাটের কথা এত বলি কারণ ও নিজের শক্তি জানে এবং তার ভিত্তিতেই খেলে। ও প্রথা মেনেই খেলে এবং ক্রিকেটের প্রাথমিক পাঠ খুব ভাল নিয়েছে। তিন ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাতে গেলে প্রাথমিক বিষয়গুলি খুব ভাল হওয়া দরকার। সেটা বিরাটের আছে। আমার মনে হয় বিরাট অনেকদূর যাবে এবং টেস্টে সব রেকর্ড ভেঙে দেবে। এখন একদিনের এবং টি-২০ ক্রিকেটে ওর যা গড়, টেস্টেও তার কাছাকাছি গড় হবে। নিজের প্রজন্মে বিরাট সম্পূর্ণ ব্যাটসম্যান।’
কোহলির প্রভাবেই ভারতের তরুণ ক্রিকেটার লোকেশ রাহুল বদলে গিয়েছেন বলে মনে করছেন লক্ষ্মণ। টি-২০ ক্রিকেটে রাহুল যেভাবে ব্যাট করছেন, তার প্রশংসা করেছেন লক্ষ্মণ। তিনি ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে সর্বকালের অন্যতম সেরা বলে উল্লেখ করেছেন। লক্ষ্মণের মতে, অশ্বিন একজন ম্যাচ উইনার। তিনি একক কৃতিত্বে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement