এক্সপ্লোর
Advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি একদিনের ম্যাচ এবং টি-২০ সিরিজে বিশ্রামে বিরাট কোহলি
নেপিয়ের: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ দু’টি ম্যাচ এবং টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। তাঁর অনুপস্থিতিতে এই ম্যাচগুলিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক রোহিত শর্মা।
এ বিষয়ে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘গত কয়েকমাসের ওয়ার্কলোডের কথা বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটি মনে করছে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে বিরাট কোহলির পর্যাপ্ত বিশ্রাম দরকার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কোহলির পরিবর্তে কাউকে নেওয়া হচ্ছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি একদিনের ম্যাচ এবং টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।’
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ, এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচেও বিশ্রাম দেওয়া হয়েছিল। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবারও তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারির শেষদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। এরপর আইপিএল। বিশ্বকাপের আগে যাতে কারও চোট না লাগে, সে বিষয়ে সতর্ক বিসিসিআই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement