এক্সপ্লোর
Advertisement
বিসিসিআই-এর বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন বিরাট কোহলি, হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা
নয়াদিল্লি: গত দুই মরসুমে অসাধারণ ফর্মের জন্য বিসিসিআই-এর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। মহিলাদের বর্ষসেরার পুরস্কার পাচ্ছেন হরমনপ্রীত কউর ও স্মৃতি মন্ধানা। মরণোত্তর কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রয়াত পঙ্কজ রায়। জগমোহন ডালমিয়া ট্রফি দেওয়া হবে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ও উইকেটশিকারী এবং মহিলাদের জুনিয়র ও সিনিয়র স্তরে সেরা ক্রিকেটারকে।
আজ বিসিসিআই-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত দুই মরসুমে (২০১৬-১৭ ও ২০১৭-১৮) বিস্ময়কর খেলার জন্য ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় পুরস্কার দেওয়া হবে। ১২ জুন বেঙ্গালুরুতে বিসিসিআই-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিরাটের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।’
২০১৬-১৭ মরসুমে ১৩টি টেস্টে ১,৩৩২ রান করেছিলেন বিরাট। গড় ছিল ৭৪। এই মরসুমে ২৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৮৪.২২ গড়ে তিনি ১,৫১৬ রান করেন। ২০১৭-১৮ মরসুমে ৬টি টেস্টে ৮৯.৬ গড়ে তাঁর মোট রান ৮৯৬। এই মরসুমে একদিনের আন্তর্জাতিকে তাঁর রানের গড় ৭৫.৫০। বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ১৫ লক্ষ টাকা পাবেন বিরাট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement