Asia Cup 2023: এশিয়া কাপে ব্যাটিং ডিপার্টমেন্ট কেমন হবে ভারতের? বদলাতে পারে বিরাটের ব্য়াটিং পজিশন
Virat Kohli: ওয়ান ডে-তে ১০,৭৭৭ রান করেছেন এই পজিশনে। ওয়ান ডে ফর্ম্যাটে ৪৬টি শতরানের মধ্যে তিন নম্বর পজিশনে নেমে হাঁকিয়েছেন ৩৯টি শতরান।
মুম্বই: চলতি মাসের শেষে বসতে চলেছে এশিয়া কাপের (Asia Cup 2023) আসর। প্রতিটা দলই তাঁদের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত। এর আগে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত। তবে দলের ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা ধন্দ রয়ে গিয়েছে। কে এল রাহুল, শ্রেয়স আইয়ার কি আদৌ খেলতে পারবেন টুর্নামেন্টে? তা নিয়ে এখনও ধন্দে রয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে যদি এই দুজন আনফিট থাকেন, তবে ব্যাটিং অর্ডারে কিছুটা বদল হতেই পারে এশিয়া কাপে।
এই ২ তারকা খেলতে না পারলে ব্যাক আপ হিসেবে থাকা ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামন রয়েছেন। তবে সঞ্জুর সাম্প্রতিক ফর্ম একদমই আশানুরুপ নয়। তাই ঈশান কিষাণের খেলার সম্ভাবনাই বেশি। আর যদি তাইই হয়, তবে বিরাট কোহলির ব্যাটিং অর্ডারে বদল আসতে পারে। কারণ রোহিতের সঙ্গে হয়ত ওপেনে নামবেন রাঁচির তরুণ। সেক্ষেত্রে তিন নম্বর স্লটে ব্যাটিং করবেন গিল। সাম্প্রতিক সময় তিন নম্বর পজিশনে ব্য়াটিং করেছেন শুভমন। চারে হয়ত নামবেন কোহলি। তিন নম্বর পজিশনে বিরাটের থেকে সফল ব্য়াটার বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে নেই। ওয়ান ডে-তে ১০,৭৭৭ রান করেছেন এই পজিশনে। ওয়ান ডে ফর্ম্যাটে ৪৬টি শতরানের মধ্যে তিন নম্বর পজিশনে নেমে হাঁকিয়েছেন ৩৯টি শতরান।
সাফাই অর্শদীপের
ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (T20 Match) হারতে হয়েছে ভারতকে। ৪ রানে ম্যাচ জিতে যায় ক্যারিবিয়ানরা। ওয়ান ডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল তরুণ ভারতীয় দল। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে খেলতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু ব্যাটিং ভরাডুবির জন্যই ম্যাচ হারতে হয় ভারতীয় দলকে। মিডল অর্ডারে কেউই ক্রিটে সেট হয়ে দলকে ভরসা জোগাতে পারেননি। আর সেটাই মূল কারণ হিসেবে মানছেন দলের তরুণ পেসার অর্শদীপ সিংহও। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে পঞ্জাবের তরুণ বলেন, ''আমার মনে হয় আমাদের একজন স্পেশালিস্ট ব্যাটার প্রয়োজন ছিল যে ক্রিজে শেষ পর্যন্ত থাকতে পারবে।'' তিনি আরও বলেন, ''আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম ইনিংসে যতটা ভাল করতে পারতাম, তা পারিনি পরবর্তীতে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।''