শ্রীলঙ্কায় সফরে গিয়ে তিন ফর্ম্যাটেই ক্লিন সুইপ করে কোহলির ভারত।এর আগে ভারতের কোনও অধিনায়কের এই রেকর্ড নেই।
2/9
টেস্টেও বাংলাদেশের বিরুদ্ধে ২০৪ রানের ইনিংস খেলে পরপর চারটি সিরিজে দ্বিশতরান সংগ্রহ করেন তিনি।
3/9
এই শতরানের মাধ্যমে কোহলি অসি ব্যাটসম্যান রিকি পন্টিংকে পিছনে ফেলে সর্বোচ্চ শতরানকারীর তালিকায় সচিনের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
4/9
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ১১৩ রান করে সবচেয়ে দ্রুত ৯ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছেন কোহলি।
5/9
কেরিয়ারের ২০০ তম ১২১ রানের ইনিংস খেলেন কোহলি। তাঁর আগে কেউ নিজের ২০০ তম ম্যাচে এত রান করতে পারেননি।
6/9
চলতি বছরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বাংলাদেশের বিরুদ্ধে ৯৬ রান করে একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৮ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেন। কোহলি ১৭৫ ইনিংস খেলে আট হাজার রান করেন। তাঁর আগে এবি ডিভিলিয়ার্সের দখলে ছিল এই রেকর্ড। তাঁর লেগেছিল ১৮২ টি ইনিংস।
7/9
একদিনের ক্রিকেটে অধিনায়ক বিসেবে সবচেয়ে দ্রুত এক রানের কৃতিত্ব অর্জন করেছেন কোহলি।
8/9
আজ ২৯ তম জন্মদিন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। ৯ বছরের ক্রিকেট কেরিয়ারে অনেক কৃতিত্বই অর্জন করেছেন কোহলি। এক ঝলকে দেখে নেওয়া যাক, ২০১৭-তে তাঁর আটটি রেকর্ড।
9/9
বছরের শুরুতেই কোহলি একদিনের ক্রিকেটে রান তাড়া করে সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ ১৪ শতরানের রেকর্ড স্পর্শ করেন।