Mahalaya: মহালয়ার দিনে অনুরাগীদের অভিনব উপায়ে শুভেচ্ছা জানাল কেকেআর, ভাইরাল হল পোস্ট
Kolkata Knight Riders: মহালয়ার দিনে মা দুর্গার মহিষাসুরবধের সঙ্গে ক্রিকেটীয় প্রেক্ষাপট জুড়ে এক অভিনব ছবি পোস্ট করা হয় কেকেআরের তরফে।

কলকাতা: গোটা বছর ধরে বাঙালিরা দুর্গাপুজোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আজ রবিবার, ২৫সেপ্টেম্বর মহালয়া, পিতৃপক্ষের অবসান। আগামীকাল থেকেই শুরু হচ্ছে দেবীপক্ষ। ইতিমধ্যেই পুজো ঘিরে উত্তেজনার পারদ ধীরে ধীরে চড়তে শুরু করেছে। মহালয়ার দিনেই আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্ট বেশ ভাইরাল হয়েছে।
অভিনব উপায়ে শুভেচ্ছা
ক্রিকেট ফ্রাঞ্চাইজিগুলি শুধুমাত্র ম্যাচ বা খেলোয়াড়দের নিয়ে নয়, বিশেষ দিনক্ষণে সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে প্রায়শই একাধিক পোস্টও করে থাকে। তাই দুর্গাপুজোর মতো উৎসবেও যে তার ব্যতিক্রম হবে না সেটাই স্বাভাবিক। মহালয়া মানেই তো পুজোর ঢাকে কাঠি। তাই এইদিনে সকল সমর্থকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফে এক সুন্দর পোস্ট করা হয়। সেই পোস্টে দুর্গাপুজোর সঙ্গে ক্রিকেটের কিন্তু এক অদ্ভুত সংযোগ ঘটাতে সক্ষম হয়েছে কেকেআর। আর এই বিষয়টিই বেশি করে নজর কেড়েছে অনুরাগীদের।
কেকেআরের পোস্ট
View this post on Instagram
ছবিতে ক্রিকেটের বাইশ গজে মা দুর্গাকে অসুরবধ করতে দেখা যাচ্ছে। এর মধ্যে ক্রিকেটীয় প্রেক্ষাপট জুড়ে ছবির নীচের দিকে লেখা মহিষাসুর কট অ্যান্ড বোল্ড মা দুর্গা। তাও আবার শূন্য রানে প্রথম বলেই। ছবির ক্যাপশনে লেখা, 'বাজলো তোমার আলোর বেণু… আপনাদের সকলকে জানাই শুভ মহালয়া।' এই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা তো পোস্টটা পছন্দ করছেনই, পাশাপাশি কেকেআরের তারকা ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারও কিন্তু পোস্টটা লাইক করেছেন। ধরে নেওয়াই যায় তাঁরও ফ্রাঞ্চাইজির এই অভিনব উপস্থাপনা মনে ধরেছে।
আরও পড়ুন: ১০২১ দিন পর সেঞ্চুরি, অসংখ্য রেকর্ড, বিরাট সমালোচনার জবাব ব্যাট হাতেই






















