IND VS NZ KOLKATA T20: ইডেনে ভারত বনাম নিউজিল্য়ান্ড টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারি
IND VS NZ KOLKATA T20: ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ শুরুর আগেই টিকিট ব্ল্যাক!! ইডেনের সামনে টিকিট বিক্রি হচ্ছে তিন থেকে চার গুণ বেশি দামে। যদিও এই নিয়ে প্রতিক্রিয়া মেলেনি সিএবির।
আবীর দত্ত ও সৌমিত্র রায়, কলকাতা: অনলাইনে টিকিট শেষ। বিক্রি হচ্ছে না অফলাইনে। ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ শুরুর আগেই টিকিট ব্ল্যাক (Ticket black )!! ইডেনের (Eden Gardens) সামনে টিকিট বিক্রি হচ্ছে তিন থেকে চার গুণ বেশি দামে। যদিও এই নিয়ে প্রতিক্রিয়া মেলেনি সিএবির।
প্রতিনিধি : কত নেবেন?
টিকিট ব্ল্যাকার : হাজার টাকা।
প্রতিনিধি : কত করে দেবেন?
টিকিট ব্ল্যাকার : ২ হাজার করে দেবেন।
প্রতিনিধি : আমার কাছে একটা আছে। আরেকটা লাগবে।
টিকিট ব্ল্যাকার : আমার ২ হাজার টাকা লাগবে।
২ বছর পর, রবিবার ইডেনে ফিরছে ক্রিকেট। টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ম্যাচ নিয়ে এতটাই আগ্রহ ক্রিকেটপ্রেমীদের, যে সোমবার অনলাইনে ২০ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। আলাদা করে অফলাইনে টিকিট বিক্রি হচ্ছে না। করোনা আবহে সত্তর শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
রোহিত শর্মা-কেন উইলিয়ামসনদের দ্বৈরথ দেখার প্রত্যাশায় টিকিটের খোঁজে ইডেনের সামনে ভিড় জমাচ্ছেন অনেকেই। আর এরই সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে টিকিট ব্ল্যাকাররা। ইডেনের ক্লাব হাউসের ঢোকার পাশে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল কালোবাজারির ছবি।
নিজেকে সিএবির সদস্য বলে দাবি করে, এক ব্যক্তি ইডেনের সামনে রীতিমতো টিকিটের দাম নিয়ে দরাদরি শুরু করলেন!!!
টিকিট ব্ল্যাকার : টিকিট দেখবেন, তো বলুন। নাহলে চলে যাচ্ছি।
প্রতিনিধি: এটা কি আসল?
টিকিট ব্ল্যাকার : আমরা এসব করি না।
প্রতিনিধি: দু’টো টিকিট হবে?
টিকিট ব্ল্যাকার : একটাই আছে। যদি হয়, তাহলে পাবেন।
প্রতিনিধি : এখানে একটু অপেক্ষা করব?
টিকিট ব্ল্যাকার : আমি পাশে আছি। নম্বর নিয়ে নিন। হয়ে গেলে চলে আসবেন।>>
কেউ সাড়ে ছশোর টিকিট চাইছেন হাজার টাকা!!! কারও রেট আরও বেশি!!!
প্রতিনিধি: আমার দু’টো টিকিট চাই। কত করে দেবেন?
টিকিট ব্ল্যাকার : ২ হাজার করে দেবেন। নীচের টিকিট।
মেগা ম্যাচের আগে ইডেন চত্বরে পুলিশ ছয়লাপ। কখনও যাচ্ছেন পুলিশ কমিশনার। কখনও প্রস্তুতি দেখতে ইডেনে হাজির BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মধ্যেই ইডেন চত্বের সক্রিয় ব্ল্যাকাররা। কেউ আবার, নজরদাড়ি এড়াতে ইডেন থেকে একটু দূরে ডেকে দরাদরি করলেন।
প্রতিনিধি: একজন ৬৫০ এর টিকিট হাজার নিচ্ছে।
টিকিট ব্ল্যাকার : কে দিচ্ছে?
প্রতিনিধি: একজন দিচ্ছে, সেটা বলা যাবে না।
টিকিট ব্ল্যাকার : ওখান থেকে নিয়ে নাও।
প্রতিনিধি: আরেকটা লাগবে।
টিকিট ব্ল্যাকার : আমার ২ হাজার লাগবে।
প্রতিনিধি : তিন গুণ চাইছেন!
টিকিট ব্ল্যাকার : ছেড়ে দাও। লাগবে কী?
প্রতিনিধি : ২ হাজারে কেনা যায় দাদা? কোথাকার টিকিট?
টিকিট ব্ল্যাকার : নীচে মিডল ক্লাস।
প্রতিনিধি : আসল তো?
টিকিট ব্ল্যাকার : এমন ধান্দা করি না।
ইডেনের নাকের ডগায় টিকিটের কালোবাজারি চললেও, এই নিয়ে কার্যত অন্ধকারে পুলিশ। ক্রিকেট ম্যাচের টিকিট ব্ল্যাক নিয়ে সিএবির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।