(Source: ECI/ABP News/ABP Majha)
Kylian Mbappe: মরশুম শেষেই হয়ত পিএসজি ছাড়ছেন এমবাপে, পরবর্তী ঠিকানা কি রিয়াল?
Kylian Mbappe Update: কানাঘুষো শোনা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদেই হয়ত পাড়ি দেবেন বিশ্বকাপজয়ী ফুটবলার। পিএসজি সভাপতিকে নাকি চিঠি পাঠিয়ে জানিয়েও দিয়েছেন এমবাপে যে তিনি দল ছাড়ছেন।
প্যারিস: এবার কি সত্যিই ঠিকানা বদল হচ্ছে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe)? সম্ভাবনা অন্তত তেমনই। চলতি মরশুম শেষেই হয়ত পিএসজি ছাড়তে চলেছেন তারকা এই ফরাসি স্ট্রাইকার। সেক্ষেত্রে পরবর্তী ঠিকানা কি হবে? কানাঘুষো শোনা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদেই (Real Madrid) হয়ত পাড়ি দেবেন বিশ্বকাপজয়ী ফুটবলার। পিএসজি (PSG Football Club) সভাপতিকে নাকি চিঠি পাঠিয়ে জানিয়েও দিয়েছেন এমবাপে যে তিনি দল ছাড়ছেন। তবে ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়ায় ক্লাবকে কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তবে পিএসজি হয়ত চাইলেও এবার আর তারকা ফুটবলারকে ধরে রাখতে পারবে না।
ফ্রান্সের ক্লাবটি এমবাপেকে নিয়েছিল ১৮০ মিলিয়ন পাউন্ড দিয়ে। এবার যখন ফ্রি এজেন্ট হিসেবে তিনি যোগ দেবেন অন্য ক্লাবে, সেক্ষেত্রে পিএসজি কোনও ট্রান্সফার ফি পাবে না। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন কোনও ক্লাবে তবে যোগ দিতে চলেছেন এমবাপে? উল্লেখ্য, ২০২৫ সাল পর্যন্ত এমবাপের সঙ্গে চুক্তি ছিল পিএসজির। এর মাঝে বেশ কয়েকবার ক্লাব ছাড়তে উদ্যোগী হয়েছিলেন এই ফুটবলার। কিন্তু প্রতিবারই কোনও না কোনওভাবে ক্লাব রেখে দিয়েছিল তারকা ফুটবলারকে। ২০১৭ সাল থেকে পিএসজিতে আছেন এই ফুটবলার। এর মাঝে একবার ফ্রান্সের রাষ্ট্রপতি ম্য়ানুয়ের ম্য়াঁক্রও আসরে নেমেছিলেন এমবাপেকে রেখে দেওয়ার জন্য ক্লাবে। কিন্তু এবার আর তেমনটা হচ্ছে না তা নিশ্চিত।
🚨⚪️ Real Madrid fixed salary proposal for Kylian Mbappé is way lower than the one made in summer 2022 — and also lower than current salary.
— Fabrizio Romano (@FabrizioRomano) February 15, 2024
Real want Mbappé to join the club at their conditions after spending years on this saga.
Contract proposal, already in Kylian’s hands. pic.twitter.com/HgAL3BxclJ
এদিকে, রিয়াল ছাড়াও অন্যান্য অনেক ক্লাবই কিন্তু মুখিয়ে আছে এমবাপেকে নেওয়ার জন্য। এদিকে, এমবাপে যাতে রিয়ালে খেলেন, তার জন্য উদ্যোগী হয়েছেন স্প্যানিশ টেনিস সুপারস্টার রাফায়েল নাদালও। তিনি জানিয়েছেন, ''আমি ভীষণভাবে চাই যে কিলিয়ান এমবাপে এবার যেন রিয়াল মাদ্রিদে খেলতে আসে। এখানে সই করে। এই দলটা দুর্দান্ত। চোট-আঘাত সমস্যা রয়েছে। তবুও রিয়াল কিন্তু এগিয়ে চলেছে। এমবাপে দলে যোগ দিলে ভারসাম্য বাড়বে। আরও শক্তিশালী হয়ে উঠবে দলটি। আমিও চেষ্টা করব এমবাপেকে যাতে দলে আনা যায়।''