এক্সপ্লোর
এক বছর পরে শ্রীলঙ্কা দলে ফিরছেন মালিঙ্গা

কলম্বো: এক বছর পরে শ্রীলঙ্কার জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ পেসার লসিথ মালিঙ্গা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে রাখা হয়েছে তাঁকে। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলঙ্গা সুমথিপালা এই ঘোষণা করেছেন। ২০১৫ সালের নভেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে একদিনের ম্যাচ খেলেছিলেন মালিঙ্গা। তিনি শেষ টি-২০ ম্যাচ খেলেন গত বছরের ফেব্রুয়ারিতে। চোট এবং বোর্ডের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার জেরেই এতদিন জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল মালিঙ্গাকে। তবে এবার তিনি জাতীয় দলে ফিরলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















