Laxmiratan Shukla: করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্ল, রয়েছে মৃদু উপসর্গ
Laxmiratan shukla corona positive : জ্বর রয়েছে বাংলা ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের। এখনও জ্বর অনেকটাই রয়েছে তাঁর।
কলকাতা: করোনায় আক্রান্ত হলেন লক্ষ্মীরতন শুক্ল। জানা গিয়েছে, তাঁর উপসর্গ রয়েছে, তবে তা মৃদু। জ্বর রয়েছে বাংলা ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের। এখনও জ্বর অনেকটাই রয়েছে তাঁর। নিজের কমপ্লেক্সের ফাঁকা বিল্ডিং এর ফ্ল্যাটে আলাদা আইসোলেশনে এ থাকছেন।
এদিকে, করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী জানান, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। তিনি আইসোলেশনে রয়েছেন। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদেরও করানো পরীক্ষার পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
এদিকে, কলকাতা পুলিশেও করোনার থাবা। পুলিশ সূত্রে খবর, কয়েকজন আইপিএস সহ কলকাতা পুলিশের ৮৩ জন কর্মী করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে ১৬ জন ভর্তি হাসপাতালে। বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে।
দেশে করোনা ও ওমিক্রনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ শতাংশের ওপর বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৫০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৩। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৬১ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮২ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশে মঙ্গলবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২।