MS Dhoni Retirement: অধিনায়ক, কিংবদন্তি, অনুপ্রেরণা, অবসরের বর্ষপূর্তিতে ধোনি-বন্দনায় সৌরভদের বোর্ড
আজ, ১৫ অগাস্ট, ২০২১, আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিংহ ধোনির অবসরের এক বছর পূর্তি। বিশেষ এই দিনে ধোনি ভক্তদের বার্তায় উপচে পড়েছে সোশ্যাল মিডিয়া।
মুম্বই: ঠিক এক বছর আগের ঘটনা। ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস উদযাপনে মেতে রয়েছে গোটা দেশ। সন্ধে ৭টা বেজে ২৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ল একটি পোস্ট। আছড়ে পড়ল কারণ, গোটা বিষয়টা ভীষণ অপ্রত্যাশিত।
পোস্ট করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের অধিনায়ক হিসাবে জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্রিকেটার জানিয়ে দিয়েছিলেন, ১৫ অগাস্ট সন্ধে ৭টা ২৯ থেকে যেন তাঁকে অবসরপ্রাপ্ত হিসাবে বিবেচনা করা হয়। ব্যাটিং ঘরানা যেমন ছিল ছক ভাঙা, অবসর ঘোষণাও একইরকমভাবে ব্যতিক্রমী। কোনও বিদায়ী ম্যাচ নয়, কোনও আগাম ঘোষণা নয়, আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আচমকা পর্দা টেনে সকলকে স্তম্ভিত করে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল।
আজ, ১৫ অগাস্ট, ২০২১, আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিংহ ধোনির অবসরের এক বছর পূর্তি। বিশেষ এই দিনে ধোনি ভক্তদের বার্তায় উপচে পড়েছে সোশ্যাল মিডিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের ভারতীয় ক্রিকেট বোর্ডও সম্মান জানিয়েছে ধোনিকে। তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। সঙ্গে লেখা হয়েছে, 'অধিনায়ক, কিংবদন্তি, অনুপ্রেরণা। গত বছর এই দিনেই প্রবাদপ্রতীম মহেন্দ্র সিংহ ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিল।'
২০২০ সালের ১৫ অগাস্ট। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মাহি এত বছরের সমর্থনের জন্য ভক্ত ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন। সেই সঙ্গে তিনি নিজের অবসরের ঘোষণাও করেছিলেন। ভিডিওর সঙ্গে 'ম্যায় পল দো পল কা শায়র হু' গানটিকে ব্যবহার করেছিলেন ধোনি। আচমকা এই ঘোষণার পর বাকরুদ্ধ হয়ে গিয়েছিল ক্যাপ্টেন কুলের তামাম ভক্তকুল।
২০১৯ সালের ৯ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেটাই ছিল জাতীয় দলের জার্সিতে এমএসডি-র শেষ ম্যাচ।
দেশের হয়ে ৯০টি টেস্টে ৪৮৭৬ রান করেছেন ধোনি। ৩৫০টি ওয়ান ডে খেলে ১০৭৭৩ রান ও ও ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬১৭ রান রয়েছে তাঁর। তিন ফর্ম্যাট মিলিয়ে ধোনির আন্তর্জাাতিক সেঞ্চুরির সংখ্যা ১৬।