এক্সপ্লোর
Advertisement
করোনার জেরে আইসোলেশনে, ঘরের মধ্যে ফ্রাইং প্যান দিয়ে টেনিস খেলছেন লিয়েন্ডার, দিলেন সতর্কতার বার্তাও
প্রধানমন্ত্রীর আহ্বানে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, তার প্রশংসা করেন লিয়েন্ডার
কলকাতা: করোনা আতঙ্কের জেরে ঘরবন্দি তারকারা। অবসর সময় কাটাতে অনেকে অনেক রকম উপায় খুঁজে নিচ্ছেন। কেউ ব্যস্ত বাড়ির জিমেই শরীরচর্চায়। কেউ রাঁধছেন পছন্দের পদ। কেউ খেলছেন ক্যারম।
লিয়েন্ডার পেজ আবার ঘরের মধ্যেই শুরু করে দিলেন টেনিস খেলা।তবে যে র্যাকেট ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম এনে দিয়েছে, তা দিয়ে নয়। স্বেচ্ছায় ঘরবন্দি লিয়েন্ডার খেললেন ফ্রাইং প্যান দিয়ে!
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লিয়েন্ডার। ভিডিওতে লিয়েন্ডারকে বলতে শোনা যায়, ‘জনতা কার্ফুর সময় একটু অন্যরকম রান্না করছি। ক্লান্তি কাটানোর অভিনব উপায় এটা। আমাদের শহরগুলোকে সুরক্ষিত রাখার জন্য একশো কোটিরও বেশি ভারতীয় এগিয়ে এসেছেন। এটাই আমাদের জাতির শক্তি। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে গোটা বিশ্বের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। বাড়িতে থাকুন। হাত ধুতে থাকুন নিয়মিতভাবে। বাবা-মা, সন্তান ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। এবং যেটা করতে ভালবাসেন, সেটাই করুন। নিরাপদে থাকুন।’
পাশাপাশি প্রধানমন্ত্রীর আহ্বানে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, তার প্রশংসা করেন লিয়েন্ডার। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘দারুণ লড়াই করছো ভারত। কাল একই উদ্দেশ্য নিয়ে একশো কোটিরও বেশি ভারতবাসী এগিয়ে এসেছিলেন। নিঃশর্তভাবে যাঁরা আমাদের সমর্থন করছেন, আমাদের নিরাপদে রেখেছেন, তাঁদের সকলকে অনেক ধন্যবাদ। এটাই আমাদের দেশের শক্তি। আমি গর্বিত ভারতীয়। ঐক্যই আমাদের শক্তি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement