এক্সপ্লোর
মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, এখনই অবসর নিচ্ছি না, বললেন লিয়েন্ডার

চেন্নাই: এথনই অবসর নয়। আগামী বছর চেন্নাই ওপেন জয় এবং নতুন পার্টনার ব্রাজিলের আন্দ্রে সা-কে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের প্রেরণা দেওয়াই তাঁর লক্ষ্য। অবসর নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে এমনই জানালেন লিয়েন্ডার পেজ। চেন্নাই ওপেনের প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন লিয়েন্ডার ও আন্দ্রে। অতীতে পাঁচ বার এই টুর্নামেন্ট জিতলেও, এবার হতাশাজানক পারফরম্যান্স দেখালেন। তা সত্ত্বেও আগামী বছর চেন্নাই ওপেন জয়ের স্বপ্ন দেখছেন লিয়েন্ডার। তিনি বলেছেন, অবসর প্রসঙ্গে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি এখনই খেলা ছাড়ছেন না। লিয়েন্ডারের ১১১-তম পার্টনার হলেন আন্দ্রে। ৩৯ বছর বয়সি এই ব্রাজিলিয়ান এখনও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি। তাঁকে গ্র্যান্ড স্ল্যাম জেতাতে চান লিয়েন্ডার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















