হোম টিম যাতে কখনও না হারে, উপ্পল স্টেডিয়ামে তৈরি হয়েছে গণেশ মন্দির
হায়দরাবাদ: খারাপ সময়ে ঈশ্বরের শরণাপন্ন হওয়াটা স্বাভাবিক। খেলাও ব্যতিক্রম নয়। তাই বলে স্টেডিয়ামের মধ্যে মন্দির তৈরি-- এটা নিশ্চিত করতে যাতে হোম টিম কখনই না হারে! অবশ্যই চমকপ্রদ। আর ঠিক তেমনটাই দেখা যাচ্ছে হায়দরাবাদের উপ্পলে রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট। স্টেডিয়ামে ঢোকার ঠিক মুখেই রয়েছে এই মন্দির। অন্য সময়ে এই মন্দিরটি অনেকের চোখ এড়িয়ে যেতেই পারে। কিন্তু, ম্যাচের দিন, এর মহিমা অনেকটাই বেড়ে যায়। মন্দিরের ইতিহাস সম্পর্কে প্রশ্ন করা হলে, প্রধান পুরোহিত হনুমন্ত শর্মা বলেন, ২০১১ সালে মন্দিরটি নির্মাণ করা হয় এটা নিশ্চিত করতে যাতে হোম টিম এই মাঠে না হারে। কিন্তু কেন এই প্রয়োজন উঠেছিল? হনুমন্তের দাবি, তার আগে এই মাঠে না ভারতীয় দল অথবা আইপিএলে তৎকালীন হোম টিম ডেকান চার্জার্স-- কেউই জয়ের মুখ দেখতে পাচ্ছিলেন না। তিনি বলেন, মাঠটি ক্রমশই ঘরের দলের জন্য অপয়া হয়ে উঠছিল। তখন দেখা যায়, এই মাঠের বাস্তুতে গণ্ডগোল রয়েছে। হনুমন্ত বলেন, পরিসংখ্যান দেখে নিন, ২০১১ সালের পর থেকে ভারতীয় দল এই মাঠে কখনও হারেনি।